সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচনই হলো না; নির্বাচনে কারচুপি হলে দেশব্যাপী আন্দোলন শুরু করবে বিএনপি। বিএনপির আন্দোলনের মুরদ নেই। পৌর নির্বাচনে হেরে গেলে সরকারের ওপর আকাশ ভেঙে পড়বে না। পৌর নির্বাচন নিয়ে শঙ্কার কোনো কারণ নেই। নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে। শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় রূপসদী বৃন্দাবন উচ্চবিদ্যালয়ের শতবর্ষপূর্তি অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, এ সরকারের আমলে যে নির্বাচন হয়েছে ঢাকা ও চট্টগ্রাম বাদে সবক’টি সিটি করপোরেশনে হেরেছি আমরা। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে এ প্রথম দলীয় ব্যানারে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনে সরকার কোনো হস্তক্ষেপ করবে না বলে মন্তব্য করেন তিনি। তিনি বলেন, বিএনপি আগেও বলেছে, এখনো বলছে, ৩০ ডিসেম্বর নির্বাচনে কারচুপি হলে বিএনপি আন্দোলন করবে। কিন্তু আন্দোলন করার মুরদ নেই বিএনপির।
সংবাদ শিরোনাম
আন্দোলনের মুরদ নেই বিএনপির
- Reporter Name
- আপডেট টাইম : ১১:৪৫:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৬ ডিসেম্বর ২০১৫
- ৬০৩ বার
Tag :
জনপ্রিয় সংবাদ