জাতীয় নির্বাচনের মতো যদি আওয়ামী লীগ পৌরসভা নির্বাচনে বিনা ভোটে জয়লাভ করতে চায় তাহলে জনগণ আর চুপ করে ঘরে বসে থাকবে না বলে মন্তব্য করেছেন খালেদা জিয়ার আইনজীবী ও দলের যুগ্ম মহাসচিব ব্যারিস্টার খন্দকার মাহাবুব উদ্দীন খোকন। শনিবার বিকেলে সাভার পৌরসভায় বিএনপি সমর্থিত প্রার্থী বদিউজ্জামান বদির পক্ষে নির্বাচনী প্রচারণা চালানোর সময় তিনি সাংবাদিকদের এ কথা বলেন। তিনি বলেন, নির্বাচন সুষ্ঠু হলে ৮০ শতাংশ পৌরসভায় বিএনপি বিজয়ী হবে। স্থানীয় পর্যায়ে যে বিস্ফোরণের দানা বাধবে তাতে ক্ষমতায় টিকে থাকতে পারবে না সরকার। খন্দকার মাহাবুদ্দীন খোকন বলেন, ক্ষমতাসীন দলের মন্ত্রী-এমপিরা তাদের তাদের প্রার্থীকে বিজয়ী করতে মরিয়া হয়ে উঠেছে। তারা সরাসরি মাঠে না থাকলেও স্থানীয় পুলিশ প্রশাসন, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ রিটার্নিং কর্মকর্তাদের ম্যানেজ করার চেষ্টা চালাচ্ছে। অবিলম্বে নির্বাচন কমিশনকে সব ধরনের পদক্ষেপ নেয়ার আহ্বান জানান তিনি। নির্বাচনী প্রচারণায় তার সঙ্গে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, সাবেক সংসদ সদস্য ফজলুল হক মিলন, ঢাকা জেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নানসহ স্থানীয় নেতাকর্মীরা।
সংবাদ শিরোনাম
কারচুপি হলে জনগণ বসে থাকবে না
- Reporter Name
- আপডেট টাইম : ১১:৪১:০৬ অপরাহ্ন, শনিবার, ২৬ ডিসেম্বর ২০১৫
- ৩০৯ বার
Tag :
জনপ্রিয় সংবাদ