পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হাজার হাজার মানুষের অংশগ্রহণে রাজধানীতে শুক্রবার বর্ণাঢ্য শোভাযাত্রা হয়েছে। মইনীয়া মাইজভান্ডারী দরবার শরীফের উদ্যোগে শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর কাকরাইল থেকে শোভাযাত্রাটি বের হয়। পরে এটি রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
দেশের বিভিন্ন জেলা থেকে আগত কয়েক হাজার মানুষ শোভাযাত্রায় অংশ নেন। এ সময় বিভিন্ন ইসলামী সংগীত পরিবেশন করা হয়। অনেককে পবিত্র কোরআনের আয়াত লেখা পতাকা ও বাংলাদেশের জাতীয় পতাকা বহন করতে দেখা গেছে।
শোভাযাত্রায় নেতৃত্ব দেন মইনীয়া মাইজভান্ডারী দরবার শরীফের সাজ্জাদানশীন মাওলানা সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল-হাসানী।
প্রায় এক হাজার ৪০০ বছর আগে এইদিনে আরবের মরু প্রান্তরে মা আমেনার কোলে জন্ম নিয়েছিলেন বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা.)। এই দিনেই পৃথিবী ছেড়ে চলে যান তিনি।
তাঁর জন্ম ও ওফাত দিবস ১২ রবিউল আউয়াল মুসলমানদের কাছে পবিত্র দিন। মুসলমানরা দিনটি পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) হিসেবে পালন করেন।