ঢাকা ১২:২৩ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

অষ্টম শ্রেণি : বাংলাদেশ ও বিশ্বপরিচয় বহু নির্বাচনী প্রশ্ন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:১৩:১৩ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০১৫
  • ৭৬৫ বার

সামাজিকীকরণ ও উন্নয়ন

১। মা-বাবা অথবা পরিবারের পর শিশুর সামাজিকীকরণের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে-

ক. সমবয়সী সঙ্গী

খ. শিক্ষাপ্রতিষ্ঠান

গ. স্থানীয় সমাজ

ঘ. রাজনৈতিক প্রতিষ্ঠান

২। স্থানীয় সমাজের বিভিন্ন উপাদানের মধ্যে রয়েছে-

i. বিজ্ঞান ক্লাব

ii. সংগীত শিক্ষাকেন্দ্র

iii. খেলাধুলার ক্লাব

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. ii ও iii

গ. i ও iii ঘ. i, ii ও iii

৩। সামাজিকীকরণ একটি-

ক. অস্থির প্রক্রিয়া

খ. স্থবির প্রক্রিয়া

গ. ঊর্ধ্বমুখী প্রক্রিয়া

ঘ. চলমান প্রক্রিয়া

৪। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় গণমাধ্যম-

ক. বেতার

খ. টেলিভিশন

গ. চলচ্চিত্র

ঘ. সংবাদপত্র

৫। অল্প সময়ে ও কম খরচে দেশে-বিদেশে চিঠি ও তথ্য আদান-প্রদান করা যায় কিসের মাধ্যমে?

ক. ইলেকট্রনিক কমার্সের মাধ্যমে

খ. ফেসবুকের মাধ্যমে

গ. ই-মেইলের মাধ্যমে

ঘ. টুইটারের মাধ্যমে

৬। কোন পদ্ধতিতে অনলাইনে ক্রেতা-বিক্রেতার মধ্যে পণ্য লেনদেন করা যায়?

ক. ই-কমার্স

খ. ই-মেইল

গ. ফেসবুক

ঘ. টুইটার

৭। আপন সমাজ ও বিশ্ব সম্পর্কে একটি স্বচ্ছ ধারণা সৃষ্টির মাধ্যমে মানুষের মনের সংকীর্ণতা দূর করে-

ক. ফেসবুক খ. চলচ্চিত্র

গ. টেলিভিশন ঘ. সংবাদপত্র

৮। কখন সমবয়সীদের সঙ্গে খেলাধুলার আকর্ষণ অপ্রতিরোধ্য থাকে?

ক. শৈশবে

খ. কৈশোরে

গ. যৌবনে

ঘ. বার্ধক্যে

৯। সুস্থ ও রুচিশীল চলচ্চিত্র-

i. আনন্দ দেয়

ii. মূল্যবোধ তৈরি করে

iii. সহমর্মিতাবোধ জাগ্রত করে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

১০। বেতার বা রেডিও যেভাবে মানুষের জীবনে প্রভাব ফেলে-

i. মনের সংকীর্ণতা দূর করে

ii. গণসচেতনতা বৃদ্ধি করে

iii. সংস্কৃতিবোধ সৃষ্টি করে

নিচের কোনটি সঠিক?

ক. i  খ. ii

গ. i ও iii ঘ. ii ও iii

১১। ব্যক্তির সুষ্ঠু বিকাশের জন্য প্রয়োজন?

ক. অন্ন

খ. চিকিৎসা

গ. সামাজিকীকরণ

ঘ. চিত্তবিনোদন

১২। ‘ই-মেইল’ কথাটির পূর্ণরূপ-

ক. ইলেকট্রনিক মেইল

খ. ইলেকট্রনিক কমার্স

গ. প্রজেক্ট

ঘ. ইনডোর মেইল

চিত্র দেখে ১৩ ও ১৪ নম্বর প্রশ্নের উত্তর দাও :

অষ্টম শ্রেণি : বাংলাদেশ ও বিশ্বপরিচয়

১৩। প্রশ্নবোধক চিহ্নিত (?) স্থানে কী হবে?

ক. গণমাধ্যম

খ. তথ্য ও যোগাযোগপ্রযুক্তি

গ. বিশ্বায়ন

ঘ. চিত্তবিনোদন

১৪। উদ্দীপকে চিহ্নিত প্রযুক্তির অপব্যবহারে মারাত্মক ক্ষতি হতে পারে-

i. ব্যক্তির

ii. সমাজের

iii. প্রতিষ্ঠানের

নিচের কোনটি সঠিক?

ক. i খ. ii

গ. i ও ii ঘ. ii ও iii

১৫। উন্নয়নশীল দেশে সংবাদপত্র-

ক. জনকল্যাণের মাধ্যম

খ. জনশিক্ষার প্রধান মাধ্যম

গ. বয়স্ক শিক্ষার প্রধান মাধ্যম

ঘ. সাধারণ শিক্ষার একটি মাধ্যম

১৬। শিক্ষার্থীরা পরস্পরের সঙ্গে মিলিত হওয়ার মাধ্যমে-

ক. একে অপরকে প্রভাবিত করে

খ. নেতৃত্ব শেখায়

গ. মাদকাসক্ত করে

ঘ. সুকুমার বৃত্তি জাগ্রত করে

১৭। প্রতিটি সমাজের রয়েছে-

i. নিয়ম-রীতি

ii. মূল্যবোধ

iii. বিশ্বাস

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

১৮। মানুষকে সচেতন ও সংগঠিত করার মাধ্যমে সামাজিকীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কোন প্রতিষ্ঠান?

ক. শিক্ষাপ্রতিষ্ঠান

খ. রাজনৈতিক প্রতিষ্ঠান

গ. ধর্মীয় প্রতিষ্ঠান

ঘ. সামাজিক প্রতিষ্ঠান

১৯। নীলা একটি সাহিত্য সমিতির সদস্য। এর মাধ্যমে তার মধ্যে জেগে ওঠে-

ক. সহমর্মিতা

খ. সচেতনতা

গ. সুকুমার বৃত্তি

ঘ. নেতৃত্ব

২০। কোনটি বর্তমানে দেশ বা দেশের বাইরে এক মানুষের সঙ্গে অন্য মানুষের যোগাযোগকে সহজ করে দিয়েছে?

ক. স্থানীয় সমাজের বিভিন্ন উপাদান

খ. ইন্টারনেট

গ. গণমাধ্যম

ঘ. সামাজিকীকরণ

 

উত্তরগুলো মিলিয়ে নাও

১. গ ২. ঘ ৩. ঘ ৪. খ ৫.গ ৬. ক ৭. ঘ ৮. ক ৯. ঘ ১০. ঘ ১১. গ ১২. ক ১৩. খ ১৪. গ ১৫. খ ১৬. ক ১৭. ঘ ১৮. খ ১৯. গ ২০. খ

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

অষ্টম শ্রেণি : বাংলাদেশ ও বিশ্বপরিচয় বহু নির্বাচনী প্রশ্ন

আপডেট টাইম : ০৭:১৩:১৩ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০১৫

সামাজিকীকরণ ও উন্নয়ন

১। মা-বাবা অথবা পরিবারের পর শিশুর সামাজিকীকরণের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে-

ক. সমবয়সী সঙ্গী

খ. শিক্ষাপ্রতিষ্ঠান

গ. স্থানীয় সমাজ

ঘ. রাজনৈতিক প্রতিষ্ঠান

২। স্থানীয় সমাজের বিভিন্ন উপাদানের মধ্যে রয়েছে-

i. বিজ্ঞান ক্লাব

ii. সংগীত শিক্ষাকেন্দ্র

iii. খেলাধুলার ক্লাব

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. ii ও iii

গ. i ও iii ঘ. i, ii ও iii

৩। সামাজিকীকরণ একটি-

ক. অস্থির প্রক্রিয়া

খ. স্থবির প্রক্রিয়া

গ. ঊর্ধ্বমুখী প্রক্রিয়া

ঘ. চলমান প্রক্রিয়া

৪। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় গণমাধ্যম-

ক. বেতার

খ. টেলিভিশন

গ. চলচ্চিত্র

ঘ. সংবাদপত্র

৫। অল্প সময়ে ও কম খরচে দেশে-বিদেশে চিঠি ও তথ্য আদান-প্রদান করা যায় কিসের মাধ্যমে?

ক. ইলেকট্রনিক কমার্সের মাধ্যমে

খ. ফেসবুকের মাধ্যমে

গ. ই-মেইলের মাধ্যমে

ঘ. টুইটারের মাধ্যমে

৬। কোন পদ্ধতিতে অনলাইনে ক্রেতা-বিক্রেতার মধ্যে পণ্য লেনদেন করা যায়?

ক. ই-কমার্স

খ. ই-মেইল

গ. ফেসবুক

ঘ. টুইটার

৭। আপন সমাজ ও বিশ্ব সম্পর্কে একটি স্বচ্ছ ধারণা সৃষ্টির মাধ্যমে মানুষের মনের সংকীর্ণতা দূর করে-

ক. ফেসবুক খ. চলচ্চিত্র

গ. টেলিভিশন ঘ. সংবাদপত্র

৮। কখন সমবয়সীদের সঙ্গে খেলাধুলার আকর্ষণ অপ্রতিরোধ্য থাকে?

ক. শৈশবে

খ. কৈশোরে

গ. যৌবনে

ঘ. বার্ধক্যে

৯। সুস্থ ও রুচিশীল চলচ্চিত্র-

i. আনন্দ দেয়

ii. মূল্যবোধ তৈরি করে

iii. সহমর্মিতাবোধ জাগ্রত করে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

১০। বেতার বা রেডিও যেভাবে মানুষের জীবনে প্রভাব ফেলে-

i. মনের সংকীর্ণতা দূর করে

ii. গণসচেতনতা বৃদ্ধি করে

iii. সংস্কৃতিবোধ সৃষ্টি করে

নিচের কোনটি সঠিক?

ক. i  খ. ii

গ. i ও iii ঘ. ii ও iii

১১। ব্যক্তির সুষ্ঠু বিকাশের জন্য প্রয়োজন?

ক. অন্ন

খ. চিকিৎসা

গ. সামাজিকীকরণ

ঘ. চিত্তবিনোদন

১২। ‘ই-মেইল’ কথাটির পূর্ণরূপ-

ক. ইলেকট্রনিক মেইল

খ. ইলেকট্রনিক কমার্স

গ. প্রজেক্ট

ঘ. ইনডোর মেইল

চিত্র দেখে ১৩ ও ১৪ নম্বর প্রশ্নের উত্তর দাও :

অষ্টম শ্রেণি : বাংলাদেশ ও বিশ্বপরিচয়

১৩। প্রশ্নবোধক চিহ্নিত (?) স্থানে কী হবে?

ক. গণমাধ্যম

খ. তথ্য ও যোগাযোগপ্রযুক্তি

গ. বিশ্বায়ন

ঘ. চিত্তবিনোদন

১৪। উদ্দীপকে চিহ্নিত প্রযুক্তির অপব্যবহারে মারাত্মক ক্ষতি হতে পারে-

i. ব্যক্তির

ii. সমাজের

iii. প্রতিষ্ঠানের

নিচের কোনটি সঠিক?

ক. i খ. ii

গ. i ও ii ঘ. ii ও iii

১৫। উন্নয়নশীল দেশে সংবাদপত্র-

ক. জনকল্যাণের মাধ্যম

খ. জনশিক্ষার প্রধান মাধ্যম

গ. বয়স্ক শিক্ষার প্রধান মাধ্যম

ঘ. সাধারণ শিক্ষার একটি মাধ্যম

১৬। শিক্ষার্থীরা পরস্পরের সঙ্গে মিলিত হওয়ার মাধ্যমে-

ক. একে অপরকে প্রভাবিত করে

খ. নেতৃত্ব শেখায়

গ. মাদকাসক্ত করে

ঘ. সুকুমার বৃত্তি জাগ্রত করে

১৭। প্রতিটি সমাজের রয়েছে-

i. নিয়ম-রীতি

ii. মূল্যবোধ

iii. বিশ্বাস

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

১৮। মানুষকে সচেতন ও সংগঠিত করার মাধ্যমে সামাজিকীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কোন প্রতিষ্ঠান?

ক. শিক্ষাপ্রতিষ্ঠান

খ. রাজনৈতিক প্রতিষ্ঠান

গ. ধর্মীয় প্রতিষ্ঠান

ঘ. সামাজিক প্রতিষ্ঠান

১৯। নীলা একটি সাহিত্য সমিতির সদস্য। এর মাধ্যমে তার মধ্যে জেগে ওঠে-

ক. সহমর্মিতা

খ. সচেতনতা

গ. সুকুমার বৃত্তি

ঘ. নেতৃত্ব

২০। কোনটি বর্তমানে দেশ বা দেশের বাইরে এক মানুষের সঙ্গে অন্য মানুষের যোগাযোগকে সহজ করে দিয়েছে?

ক. স্থানীয় সমাজের বিভিন্ন উপাদান

খ. ইন্টারনেট

গ. গণমাধ্যম

ঘ. সামাজিকীকরণ

 

উত্তরগুলো মিলিয়ে নাও

১. গ ২. ঘ ৩. ঘ ৪. খ ৫.গ ৬. ক ৭. ঘ ৮. ক ৯. ঘ ১০. ঘ ১১. গ ১২. ক ১৩. খ ১৪. গ ১৫. খ ১৬. ক ১৭. ঘ ১৮. খ ১৯. গ ২০. খ