মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে খুব শিগগিরই নতুন পদ্ধতিতে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু হচ্ছে। এমন তথ্যই জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। পিএসসির আদলে একটি কমিশন গঠন হবে শিগগিরই। বুধবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিটিউটে ‘বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন বিধিমালা-২০০৬’র সংশোধনের পরিপ্রেক্ষিতে পরবর্তী কার্যক্রম বিষয়ে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান মন্ত্রী। শিক্ষা মন্ত্রণালয়ের ১১ নভেম্বরের এক আদেশে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। শিক্ষক নিয়োগে ব্যবস্থাপনা কমিটির ক্ষমতা খর্ব করে গত ২২ অক্টোবর তারিখ দিয়ে এসআরও জারির মাধ্যমে ওই বিধিমালার সংশোধনী প্রকাশ করে শিক্ষা মন্ত্রণালয়। এই মতবিনিময় সভায় অংশ নিয়ে নতুন পদ্ধতিকে স্বাগত জানিয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আনিসুজ্জামানা, অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ ও ড. মুহম্মদ জাফর ইকবাল। কেন্দ্রীয়ভাবে শিক্ষক নিয়োগ হলে ম্যানেজিং কমিটির দৌরাত্ম শেষ হবে, স্বচ্ছতাও নিশ্চিত হবে বলে মনে করেন তারা। তাঁরা এনটিআরসিএ’র অধীন বর্তমান পরিচালিত শিক্ষক নিবন্ধন পরীক্ষার ভিত্তিতে শিক্ষাপ্রতিষ্ঠান পর্যায়ে শিক্ষক নিয়োগের পরিবর্তে প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক পরীক্ষারভিত্তিতে শুন্যপদের সংখ্যার সাথে সঙ্গতি রেখে মেধাতালিকা ভিত্তিক শিক্ষক নিয়োগের লক্ষ্যে শিক্ষামন্ত্রণালয় গৃহীত উদ্যোগের প্রতি সমর্থন জানান।
সংবাদ শিরোনাম
নতুন পদ্ধতিতে শিক্ষক নিয়োগ শিগগির
- Reporter Name
- আপডেট টাইম : ১২:২২:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ ডিসেম্বর ২০১৫
- ৪৬৩ বার
Tag :
জনপ্রিয় সংবাদ