ঢাকাই চলচ্চিত্রের দুই জনপ্রিয় মুখ শাকিব খান ও জয়া আহসান অভিনীত ‘পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনী-২’ ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল এ বছর । পরিচালক সাফি উদ্দীন সাফি সেভাবে প্রস্তুতিও নিয়ে রেখেছিলেন। তবে দুই মাস আগে সেন্সরে ছবিটি জমা দেয়ার পর ঘটে অন্য ঘটনা । ক্রিকেট নিয়ে কাহিনীতে বিরাট একটি অংশ থাকার কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দুজন সদস্য ছবির কিছু দৃশ্য নিয়ে আপত্তি করেছিল। অবশেষে, সে সমস্যাও কেটেছে বলে জানালেন ছবির নির্মাতা।
পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনী-২ ছবির পরিচালক সাফিউদ্দিন সাফি বলেন, আমার জন্য দেরিতে হলেও সুসংবাদটা আসলো। আমি সিলেটে ‘মিসড কল’ ছবির শুটিং করছিলাম। সে সময় হঠাৎ ফোনকল পেয়ে জানলাম, ছবিটি ছাড়পত্র পেয়েছে।
ক্রিকেট বোর্ডের সদস্যরা ছবিটি দেখে একটি দৃশ্য থেকে বোর্ডের লোগো অপসারণ এবং ক্রিকেট ব্যাট নিয়ে মারামারির দৃশ্যকে ভিন্নভাবে উপস্থাপনের পরামর্শ দেন। সেই অনুযায়ী দৃশ্য সংশোধন করে পুনরায় জমা দেয়ার পর ছবির ছাড়পত্র অনুমতি পেলাম।
ছবিটি পয়লা বৈশাখে মুক্তি দেয়ার কথা রয়েছে।
জয়া-শাকিব ছাড়াও এই ছবিতে আরও অভিনয় করেছেন শহীদুল আলম সাচ্চু, ইমন, মৌসুমী হামিদ, ওমর সানী প্রমুখ।