নির্বাচন কমিশনার (ইসি) মো. শাহ নেওয়াজ বলেছেন, আর সতর্ক করে চিঠি দেয়া হবে না, কেউ আচরণবিধি লঙ্ঘন করলে তার বিরুদ্ধে ‘ডাইরেক্ট অ্যাকশন’ নেয়া হবে। বুধবার দুপুরে নির্বাচন কমিশন সচিবালয়ে তার কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। পৌরসভা নির্বাচনকে সামনে রেখে এ পর্যন্ত প্রায় ৭০ জনের বিরুদ্ধে ওঠা অভিযোগ খতিয়ে দেখতে বলেছিল নির্বাচন কমিশন। রিটার্নিং কর্মকর্তারা অভিযোগগুলোর অধিকাংশেরই কোনো তদন্ত প্রতিবেদন ইসিতে পাঠাননি। যেসব প্রতিবেদন পাঠানো হয়েছে তাতে অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি বলে উল্লেখ করা হয়েছে। এ অবস্থায় প্রার্থী এবং প্রার্থীর পক্ষের ব্যক্তিদের প্রতি এমন হুঁশিয়ারি দিলেন ইসি শাহ নেওয়াজ। আগামী ৩০ ডিসেম্বর ২৩৩ পৌরসভায় ভোটগ্রহণ। এতে ৯২০ জনের মতো মেয়র প্রার্থী এবং ১১ হাজার ১০০ জনের মতো কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সংবাদ শিরোনাম
এবার ডাইরেক্ট অ্যাকশন
- Reporter Name
- আপডেট টাইম : ১১:৪৬:০৭ অপরাহ্ন, বুধবার, ২৩ ডিসেম্বর ২০১৫
- ৫৯৩ বার
Tag :
জনপ্রিয় সংবাদ