৭ বিভাগের পৌর নির্বাচনী এলাকায় আচরণবিধি সংক্রান্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় ৩১০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে সরকার।
রোববার রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে ৭টি আদেশ জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, ৩০ডিসেম্বর দেশে ২৩৫ পৌরসভায় মেয়র, সংরক্ষিত আসনের কাউন্সিলর এবং সাধারণআসনের কাউন্সিলর নির্বাচনের উদ্দেশ্যে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
নির্বাচন উপলক্ষে বিসিএস (প্রশাসন) ক্যাডারের ৩১০ কর্মকর্তাকে নির্বাচনী এলাকায় আচরণ বিধি সংক্রান্ত মোবাইল কোর্ট পরিচালনার জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে তাদের বিভাগীয় কমিশনার কার্যালয়ে ন্যাস্ত করা হল।
এর আগে গত ১০ ডিসেম্বর নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে চিঠি দেয় নির্বাচন কমিশন।
প্রজ্ঞাপনে ঢাকা বিভাগে ৭৫ জন, খুলনা বিভাগে ৪০, রাজশাহী বিভাগে ৯০, রংপুর বিভাগে ১০, বরিশাল বিভাগে ২০, চট্টগ্রাম বিভাগে ৫৫ ও সিলেট বিভাগে ২০ জনকে ‘নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেওয়ার কথা বলা হয়েছে।