সরকারি চাকরিজীবীদের বাড়ি ভাড়া সংক্রান্ত বর্তমান বিধিমালায় বেশ কিছু নতুন নির্দেশনা রয়েছে নতুন বেতন কাঠামোতে। বুধবার বেতন কাঠামোর গেজেট প্রকাশ হয়েছে।
এতে বলা হয়, সকল চাকরিজীবী চাকরি বেতন ও ভাতাদি আদেশ-২০০৯ এর বিধান মোতাবেক ২০১৫ সালের ৩০ জুন আহরিত বাড়ি ভাড়া প্রাপ্য হবেন। তবে যেসকল সরকারি চাকরিজীবী সরকারি বাড়িতে বসবাস করছেন তারা এই ভাতা পাবেন না।
এতে আরও বলা হয়, যেসকল চাকরিজীবী সরকারি বাড়িতে বসবাস করছেন ২০১৫ সালের ১ জুলাই থেকে তাদের মূল বেতনের ৫ থেকে সাড়ে শতাংশ বাড়ি ভাড়া কর্তন বাতিল করা হলো। এবং গত ৬ মাসের কর্তন অর্থ সমন্বয় করা হবে।
এছাড়া যেসব চাকরিজীবী ভাড়াবিহীন বাড়িতে থাকার যোগ্য, তারা কোনো বাড়ি ভাড়া দেবেন না এবং পাবেন না বলে গেজেট উল্লেখ করা হয়।