হাওর বার্তা ডেস্কঃ অভিনেতা ও নির্মাতা- দুই মাধ্যমেই সফল সালাউদ্দিন লাভলু। কখনও ব্যস্ত থাকেন অভিনয় নিয়ে। আবার কখনও নাটক নির্মাণ নিয়ে। করোনাভাইরাসের কারণে মার্চ থেকে তিনিও কাজ থেকে দূরে ছিলেন।
সেই বিরতি কাটিয়ে ২৯ জুন থেকে অভিনয়ে ফিরছেন সালাউদ্দিন লাভলু। ফিরতি যাত্রায় তার অভিনীত প্রথম নাটকটি পরিচালনা করবেন প্রীতি দত্ত। এরপর মারুফ মিঠু ও সাজ্জাদ সনির দুটি খণ্ড নাটকেও পর্যায়ক্রমে অভিনয় করবেন। এছাড়া হিমু আকরামের পরিচালনায় একটি ধারাবাহিক নাটকের শুটিংও করবেন এরই মধ্যে।