হাওর বার্তা ডেস্কঃ দুইদিন আগেও আন্তর্জাতিক বাজারে স্বর্ণের অস্বাভাবিক দাম বেড়েছিল। তবে এবার হঠাৎ স্বর্ণের দাম কমেছে। মাত্র দুই দিনের ব্যবধানে প্রতি আউন্স স্বর্ণের দাম কমেছে ১০ ডলার। অন্যদিকে ইতিহাসের সর্বোচ্চ দরপতনের পর তেলের দাম কিছুটা ঘুরে দাঁড়িয়েছে। মাসের ব্যবধানে অপরিশোধিত তেলের দাম বেড়েছে প্রায় ২০ শতাংশ।
গত ২০ এপ্রিল প্রতি ব্যারেল অপরিশোধিত তেলের দাম ঋণাত্মক ৩৭ ডলারের নিচে নেমে যায়। রেকর্ড এই দরপতনের পরে তেলের দাম বাড়তে থাকে। এতে গত সপ্তাহে প্রতি ব্যারেল অপরিশোধিত তেলের দাম ৪০ ডলারে ওঠে। এরপর কিছুটা দাম কমলেও শুক্রবার (২৬ জুন) লেনদেনের শুরুতে আবার দাম বাড়ার প্রবণতা দেখা দিয়েছে। এদিন ১ দশমিক ২৭ শতাংশ দাম বেড়ে প্রতি ব্যারেল অপরিশোধিত তেলের দাম ৩৯ ডলারে উঠেছে। এরপরও সপ্তাহের ব্যবধানে তেলের দাম ১ দশমিক ৩৮ শতাংশ এবং বছরের ব্যবধানে ৩৪ দশমিক শূন্য ৪ শতাংশ কম। অবশ্য মাসের ব্যবধানে তেলের দাম বেড়েছে ১৯ দশমিক ৪৮ শতাংশ।
দুই দিনে এমন দরপতন হওয়ায় সপ্তাহ ও মাসের ব্যবধানে স্বর্ণের দাম এখনও বেশি রয়েছে। সপ্তাহের ব্যবধানে স্বর্ণের দাম বেড়েছে দশমিক ৯৯ শতাংশ এবং মাসের ব্যবধানে ৪ শতাংশ। আর বছরের ব্যবধানে বর্তমানে স্বর্ণের দাম বেশি ২৪ দশমিক ৮৯ শতাংশ। আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বাড়ায় গত সোমবার বাংলাদেশে দাম বাড়ানোর ঘোষণা দেয় স্বর্ণ ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। সাধারণত ভরিতে এক-দেড় হাজার টাকা করে বাড়ানো হলেও এবার এক লাফে ভালোমানের প্রতি ভরি স্বর্ণের দাম ৫ হাজার ৭১৫ টাকা বাড়ানো হয়। মঙ্গলবার থেকে দেশের বাজারে স্বর্ণের এই বাড়তি দাম কার্যকর হয়েছে। এখন আবার কমতে শুরু করেছে।