আপাতত ক্যামেরার সামনে দাঁড়াচ্ছেন না একসময়ের সেরা নায়িকা শাবনূর। অন্তত এক মাসের আগে ক্যামেরার সামনে দাঁড়াবেন না। এমনটিই জানালেন তিনি। বললেন, শারীরিকভাবে প্রস্তুত হওয়ার জন্য কম করে হলেও এক মাস সময়ের প্রয়োজন পড়বে। আমি আমার শারীরিক ফিটনেসের কাজটা শুরু করে দিয়েছি। এক মাসের মধ্যেই এর ফল আপনারা পাবেন। শাবনূর ‘পাগল মানুষ’ নামে পুরনো একটি ছবির
শুটিংয়ে সহসাই ক্যামেরার সামনে দাঁড়াচ্ছেন- এমন সংবাদ ছড়িয়ে পড়ার প্রেক্ষিতে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। বিয়ে এবং মা হওয়ার পর অনেকটাই সামাজিক হয়ে উঠেছেন শাবনূর। বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে নিয়মিত দেখা যায়
তাকে। শুক্রবার চিত্রনায়িকা সাহারার বিয়ের অনুষ্ঠানে এসেছিলেন শাবনূর। বিয়ে এবং মা হওয়ার কারণে অনেকটা মুটিয়ে গেলেও ফটো সাংবাদিকদের ক্যামেরাটা শাবনূরের দিকেই বেশি ছিল। সাংবাদিকদের নিয়ে আড্ডায়ও মেতেছিলেন তিনি। আড্ডার একপর্যায়ে মানবজমিনকে শাবনূর বলেন, অভিনয় তো করবোই। এটা ছাড়া কি সম্ভব? তবে আমার একটু সময়ের প্রয়োজন। যে শাবনূরকে দর্শক পছন্দ করেন, আমি সেই শাবনূর হয়েই দর্শকদের সামনে আসতে চাই। তাদের ভালবাসাটা আগের মতোই পেতে হবে। অনেক দিন চলচ্চিত্র থেকে দূরে থাকা শাবনূরের মুক্তির অপেক্ষায় রয়েছে মোস্তাফিজুর রহমান মানিকের ‘এমনও তো প্রেম হয়’। শেষ পর্যায়ে রয়েছে মোস্তাফিজুর রহমান বাবুর ‘অবুঝ ভালবাসা’, বদিউল আলম খোকনের ‘পাগল মানুষ’ এবং নজরুল ইসলাম খানের ‘স্বপ্নের বিদেশ’।
সংবাদ শিরোনাম
আপাতত নয়
- Reporter Name
- আপডেট টাইম : ০৬:৩৪:৩১ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০১৫
- ৪২০ বার
Tag :
জনপ্রিয় সংবাদ