করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে পাঁচদিন সাধারণ ছুটিতে ব্যাংক লেনদেন ১২টা পর্যন্ত

হাওর বার্তা ডেস্কঃ করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে পাঁচদিন সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। এই ছুটির সময়ে খোলা থাকবে ব্যাংক, তবে লেনদেন হবে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত।

বাংলাদেশ ব্যাংক সোমবার সাধারণ ছুটি ঘোষণা পর এ সিদ্ধান্ত নিয়েছে। মঙ্গলবার এ বিষয়ে সার্কুলার জারি করা হবে বলে জানা গেছে।

এর আগে সোমবার মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সংবাদ সম্মেলনে জানান, ব্যাংকের ছুটির বিষয়ে বাংলাদেশ ব্যাংক নির্দেশনা দেবে। সেই অনুযায়ী কেন্দ্রীয় ব্যাংক সীমিত সময়ে লেনদেন চালু রাখার এ সিদ্ধান্ত নেয়।

সরকার ২৯ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করায় ২৬ মার্চ স্বাধীনতা দিবসের ছুটি ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা ১০ দিন ছুটি পাচ্ছেন সরকারি-বেসরকারি চাকরিজীবীরা।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর