দলীয় সভানেত্রীর প্রত্যয়ন ছাড়া যারা সিদ্ধান্তের বাইরে গিয়ে মেয়র পদে নির্বাচন করবেন তাদেরকে দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হবে বলে জানিয়েছেন মাহবুব-উল-আলম হানিফ।
শুক্রবার সন্ধ্যায় আসন্ন পৌরসভা নির্বাচনে দলীয় বিদ্রোহী প্রার্থীদের ব্যাপারে দলীয় এ সিদ্ধান্তের কথা জানান হানিফ।
মাহবুব- উল-আলম হানিফ সন্ধ্যায় বলেন, “আজ পর্যন্ত ৬০ শতাংশ বিদ্রোহী প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছে। যারা আজকের মধ্যে প্রত্যাহার করেনি তাদেরকে দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হবে।”
তিনি বলেন, “১৩ তারিখের পর তাদের প্রথমে কারণ দর্শানোর নোটিশ এবং পরে আজীবন বহিষ্কারের চিঠি পাঠিয়ে দেয়া হবে।”
এরআগে পৌরসভা নির্বাচন সামনে রেখে গত বুধবার রাতে গণভবনে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে দলের কেন্দ্রীয় নেতাদের বৈঠক হয়। ওই বৈঠকের পর বিদ্রোহী প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য ২৪ ঘণ্টা সময় বেঁধে দেয়ার কথা জানানো হয়। আল্টিমেটামের পরে এদের অর্ধেকের বেশি মনোনয়নপত্র প্রত্যাহার করেন বলে বৃহস্পতিবার বিকেলে এক সংবাদ সম্মেলনে জানান আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন।
আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠেয় ২৩৪ পৌরসভা নির্বাচনে দল সমর্থিত প্রার্থীদের বাইরে প্রায় অর্ধশত আওয়ামী লীগ নেতার মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে টিকে যায় বলে গণমাধ্যমে এসেছে।