হাওর বার্তা ডেস্কঃ প্রথম ছবিতেই চমক দেখিয়েছিলেন চিত্রনায়ক জিয়াউল রোশান। জাজ মাল্টিমিডিয়ার প্রযোজনায় ‘রক্ত’ ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রে অভিষেক হয় তার। এরপর ‘ধ্যাততেরিকি’, ‘ককপিট’ ‘বেপরোয়া’ ছবিগুলো মুক্তি পায় এ অভিনেতার। সাম্প্রতিক কাজসহ নানা বিষয় নিয়ে তার সঙ্গে কথা বলে লিখেছেন কামরুজ্জামান মিলু
বর্তমান ব্যস্ততা কেমন?
বর্তমানে বেশ ব্যস্ত সময় পার করছি। সম্প্রতি দীপংকর দীপনের ‘ওপারেশন সুন্দরবন’ ছবির কাজ প্রায় শেষ করলাম। শুধু গানের শুটিং বাকি আছে। আমার বিপরীতে এ ছবিতে কলকাতার নায়িকা দর্শনা বণিক অভিনয় করেছেন। এর বাইরে অনন্য মামুনের ‘সাইকো’ ছবির কাজ শেষ করেছি।
এ ছবির মধ্য দিয়ে প্রথমবারের মতো দ্বৈত চরিত্রে অভিনয় করেছি। এভারেস্টের নিচে ও আশাপাশের লোকেশনে ছবিটির কাজ হয়েছে। তবে ‘সাইকো’র আগে ‘মেকআপ’ ছবির কাজ শেষ করেছি। অনন্য মামুন পরিচালিত এ ছবিটি সামনে মুক্তি পাবে বলে আশা করছি।
‘মেকআপ’ ছবির কাজ কেমন হয়েছে?
ছবিটির কাজ করে খুব ভালো লেগেছে। বেশ অন্যরকম একটি গল্পের ছবি। এ ছবিতে তারিক আনাম খানের মতো গুণী অভিনেতার সঙ্গে কাজের সুযোগ হয়েছে আমার। ছবির লোকেশন ও গল্পে দর্শকরা নতুনত্ব পাবেন।
আর নতুন কি সিনেমা করা হচ্ছে এখন?
সাইফ চন্দনের ‘ওস্তাদ’ নামে নতুন ছবির কাজ করছি। এ ছবির পাঁচ দিনের শুটিং বাকি আছে আমার। এ মাসের ২৫ তারিখের মধ্যে সিনেমাটির সব কাজ শেষ হবে। ফ্রি হলে ডাবিংয়ের কাজ শুরু করবো। এছাড়া জাজ মাল্টিমিডিয়ার প্রযোজনায় ‘জ্বীন’ ছবিটি মুক্তি পাবে। এ ছবিতেও দর্শকরা আমাকে ভিন্ন একটি চরিত্রে দেখতে পাবেন। এতে আমার বিপরীতে অভিনয় করেছেন মুন। আরো আছেন সজল ও পূজা চেরি। নাদের চৌধুরী সিনেমাটি পরিচালনা করেছেন।
‘জ্বীন’ ছবিতে কি ধরনের চরিত্রে অভিনয় করেছেন?
এটি একটি সাইকো থ্রিলার গল্পের ছবি। শুধু বলতে চাই, নতুন এক রোশানকে দর্শকরা এ সিনেমায় দেখতে পাবেন।
নতুন সিনেমার খবর কি?
এ মাসের শেষদিকে অপূর্ব রানার ‘উন্মাদ’ ছবির কাজ শুরু করার কথা রয়েছে। এছাড়া নতুন দুটি সিনেমার চমক দিতে চাই। বড় বাজেটের একটি সিনেমার ঘোষণা খুব শিগগিরই আসবে। কয়েকদিন পরই সুখবরটা দিতে চাই।
২০২০ সাল কেমন কাটবে বলে মনে হচ্ছে?
এ বছরে বেশকিছু সিনেমা আমার মুক্তি পাওয়ার কথা রয়েছে। আশা করি, প্রতিটি সিনেমায় দর্শকরা নতুনত্ব পাবেন। কারণ মুক্তির অপেক্ষায় থাকা এ ছবিগুলোর গল্প ও চরিত্র একটি থেকে অন্যটি আলাদা। আমার বিশ্বাস, প্রতিটি সিনেমাই দর্শক পছন্দ করবেন।
শুটিং করতে গিয়ে আপনি কি কখনো কোনো নায়িকার প্রেমে পড়েছেন বা আপনি প্রেমের প্রস্তাব পেয়েছেন?
এমন পরিস্থিতি এখনো হয়নি। শুটিং করতে গিয়ে আমি কখনো কোনো নায়িকার প্রেমে পড়িনি।