হাওর বার্তা ডেস্কঃ অস্কারজয়ী হলিউড অভিনেতা টম হ্যাঙ্কস ও তার স্ত্রী অভিনেত্রী রিটা উইলসন করোনায় আক্রান্ত হয়েছেন।
গত বৃহস্পতিবার ইনস্টাগ্রামে এক বিবৃতিতে টম হ্যাঙ্কস লিখেন, ‘রিটা ও আমি এখন অস্ট্রেলিয়ায়। আমরা কিছুটা ক্লান্তবোধ করছিলাম। পাশাপাশি আমাদের ঠান্ডাজনিত সমস্যা ও শরীরে ব্যথা ছিল। রিটার কাঁপুনি হচ্ছিল। সামান্য জ্বরও ছিল। বৈশ্বিক অবস্থা বিবেচনা করে ও সব ঠিক আছে কিনা জানার জন্য আমরা করোনা পরীক্ষা করি এবং আমাদের ফলাফল পজেটিভ এসেছে। এখন ভালো। ভবিষ্যতে কী করব? মেডিক্যাল অফিসার কিছু নির্দেশনা দিয়েছেন সেগুলো অনুসরণ করতে হবে। পরীক্ষা-নিরীক্ষা, পর্যবেক্ষণ করে এবং জনসাধারণের স্বাস্থ্য নিরাপত্তার স্বার্থে যতদিন প্রয়োজন আমাদের আলাদা রাখা হবে। আমরা সবাইকে নিয়মিত আপডেট জানাব।’
প্রযোজনা প্রতিষ্ঠান ওয়ার্নার ব্রোসের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, গায়ক এলভিস প্রিসলিকে নিয়ে নির্মিত একটি সিনেমার কাজে অস্ট্রেলিয়া অবস্থান করছেন হ্যাঙ্কস দম্পতি। এই সিনেমায় প্রিসলির ম্যানেজার কর্নেল টম পার্কারের ভূমিকায় অভিনয় করছেন হ্যাঙ্কস। অন্যদিকে প্রিসলির চরিত্রে দেখা যাবে অভিনেতা অস্টিন বাটলারকে।