হাওর বার্তা ডেস্কঃ রাজশাহীর চারঘাট উপজেলায় স্বামীর ওপর অভিমান করে গলায় ওড়না পেঁচিয়ে পান্না বেগম (৪২) নামে তিন সন্তানের জননী আত্মহত্যা করেছেন।
শনিবার রাতে নিজ শয়ন কক্ষে গলায় ওড়না পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেন। পুলিশ রোববার দুপুরের দিকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে প্রেরণ করেছে।নিহত গৃহবধূ উপজেলার চামটা গ্রামের মাজেদুর রহমানের স্ত্রী।
আত্মহত্যার পেছনের কারণ জানতে নিহতের স্বামী মাজেদুর রহমান ও শ্বশুর আমেজ আলীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেয়া হয়েছে বলে দাবি করেছেন মডেল থানার ওসি সমিত কুমার কুণ্ডু।
ওসি বলেন, প্রাথমিকভাবে মনে হয়েছে নিহত গৃহবধূ আত্মহত্যাই করেছেন। তবে আত্মহত্যার পেছনে কারণ কী, সেটি জানার জন্য নিহতের স্বামী ও শ্বশুরকে থানায় নেয়া হয়েছে। ময়নাতদন্তের পরে রহস্য আরও পরিষ্কার হবে বলে দাবি করেন তিনি।