বর্তমান সরকার এদেশের খেটে খাওয়া মানুষের ভাগ্য উন্নয়নের জন্য কাজ করেছে। স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু এমন একটি দেশ চেয়েছিল যে দেশে ক্ষুধা, দরিদ্রতা বলে কিছুই থাকবে না। বর্তমান শেখ হাসিনার সরকার সেই লক্ষ্যেই নানা উন্নয়ন করে যাচ্ছেন। নৌকাকে ভোট দেয়া মানেই হলো দেশের উন্নয়ন বলে মন্তব্য করেছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। শুক্রবার বিকেলে মিরসরাই উপজেলার ৬নং ইছাখালী ইউনিয়নের ঝুলনপোল বেণী মাধব উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্থর স্থাপনকালে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে এ মন্তব্য করেন। এতে সভাপতিত্ব করেন স্কুল পরিচালনা পরিষদের সভাপতি এস এম আবু সুফিয়ান। মোশাররফ হোসেন, ‘এদেশের মানুষের ভাগ্য উন্নয়নের আওয়ামী লীগ সরকার কাজ করেছে। ইছাখালীতে ধারাবাহিক উন্নয়ন হচ্ছে বলে প্রতিবারই নৌকা মার্কার জয় হয়।’ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রীর একান্ত সচিব ফয়েজ আহম্মদ, ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান ইয়াছমিন শাহীন কাকলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়া আহম্মদ সুমন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ আতাউর রহমান, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী, ধর্ম বিষয়ক সম্পাদক নিজাম উদ্দিন চৌধুরী, যুগ্ন সম্পাদক নুরুল মোস্তফা, যুবলীগের আহবায়ক নুরুল মোস্তফা মানিক, ইছাখালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ সিরাজ, সাধারণ সম্পাদক আবুল কাশেম ভূঁইয়া, প্রধান শিক্ষক জাহাঙ্গীর কবির খোকন,প্রাক্তন ছাত্র পরিষদের সভাপতি এস এম সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মানিক চন্দ্র রতন।
সংবাদ শিরোনাম
নৌকায় ভোট দেয়া মানেই উন্নয়ন
- Reporter Name
- আপডেট টাইম : ১০:০১:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১১ ডিসেম্বর ২০১৫
- ২৮৭ বার
Tag :
জনপ্রিয় সংবাদ