হাওর বার্তা ডেস্কঃ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন শুরু হচ্ছে আজ। দু’দিনব্যাপী এ নির্বাচনের ভোট গ্রহণ সমিতির শফিউর রহমান মিলনায়তনে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে। তবে দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত বিরতি থাকবে।
সরকার সমর্থিত বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী সমন্বয় পরিষদ (সাদা প্যানেল) থেকে সভাপতি পদে জ্যেষ্ঠ আইনজীবী এ এম আমিনউদ্দিন ও চারদলীয় জোট সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য ফোরাম (নীল প্যানেল) থেকে জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন প্রার্থী হয়েছেন। এ ছাড়া স্বতন্ত্র থেকে সভাপতি পদে প্রার্থী হয়েছেন ড. ইউনুছ আলী আকন্দ।