গণতন্ত্র বিকাশে সাংবাদিকদের আরও অবদান রাখতে হবে

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, ‘বাংলাদেশে সংসদীয় গণতন্ত্র বিকাশে সাংবাদিকদের অনেক অবদান রয়েছে। তবে তাদের আরও বেশি অবদান রাখতে হবে।’

ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের (ডিএসইসি) ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবের হল রুমে সোমবার এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

শিরীন শারমিন বলেন, ‘নির্বাহী বিভাগ, বিচার বিভাগ ও সংসদ এ তিনটি রাষ্ট্রের স্তম্ভ। সংসদীয় গণতন্ত্রকে আরও বেশি কার্যকর করতে হলে এ তিনটি বিভাগের মধ্যে সম্পর্ক কেমন, কার পরিধি কতটুকু এ বিষয়গুলো জানার প্রয়োজনীয়তা আছে। তাই এ সম্পর্কে সাংবাদিকদের বিশেষ জ্ঞান অর্জন করা প্রয়োজন। এক্ষেত্রে সংবাদ পরিবেশন আরও সহজ হবে, গণতন্ত্র আরও বিকশিত হবে।’

অনুষ্ঠানে উপস্থিত সাব-এডিটরদের উদ্দেশে তিনি বলেন, ‘সংবাদপত্র প্রকাশ ও জনমত গঠনে সাব-এডিটররা অনন্য ভূমিকা রাখে। তারা বিশেষ দায়িত্ব পালন করছেন। রিপোর্টাররা চ্যালেঞ্জ ও ঝুঁকি নিয়ে সংবাদ সংগ্রহ করেন। কিন্তু তাকে মানসম্মত আর পাঠকের কাছে তুলে ধরার কাজ করেন সাব-এডিটররা।

জাতীয় প্রেস ক্লাবের সভাপতি মুহম্মদ শফিকুর রহমান বলেন, ‘সংবাদকর্মীদের মধ্যে কোন বিভাজন নেই। সংবাদ মাধ্যমে সাব-এডিটর, সাংবাদিক, ফটোগ্রাফার কাউকে খাটো করে দেখার সুযোগ নেই।’

তিনি বলেন, ‘স্বাধীনতাবিরোধী একটি গোষ্ঠী বাংলাদেশে আইএস, আল-কায়দাসহ জঙ্গী সংগঠন আছে বলে প্রতিষ্ঠা করতে চায়। সংবাদকর্মীদের কাজ হলো মানুষের সামনে সত্য তুলে ধরা।

জঙ্গীর নামে সত্য ঘটনা তুলে ধরতে সংবাদকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, সংগঠনের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, রংপুর সিটি কর্পোরেশনের মেয়র ও সাবেক সংসদ সদস্য সরফুদ্দিন আহমেদ ঝন্টু প্রমু

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর