মনোনয়নপত্র জমা দেওয়ার সময় নিজেদের উপস্থিতিকে অনিচ্ছাকৃত ভুল উল্লেখ করে নির্বাচন কমিশনের কাছে দুঃখ প্রকাশ করেছেন তিনজন সংসদ সদস্য।
আজ বুধবার পৌর নির্বাচনে আচরণবিধি ভঙ্গের কারণে নির্বাচন কমিশনের শোকজ নোটিশের জবাবে তারা এসব কথা বলেন ।
সাংসদরা হলেন, ঢাকা-২০ আসনের এম এ মালেক ও নাটোর-২ আসনের সাংসদ শফিকুল ইসলাম শিমুল ও বরগুনা- ২ আসনের হাচানুর রহমান রিমন।
গত রোববার নির্বাচন কমিশন আচরণবিধি লঙ্ঘনের জন্য এই তিন সাংসদকে তিন দিনের মধ্যে জবাব দিতে কারণ দর্শানো নোটিশ দেয়। মনোনয়নপত্র জমা দেওয়ার সময় উপস্থিতি, হেলিকপ্টার ব্যবহার ও আগাম প্রচারমূলক কাজে জড়িত থেকে সরকারী সুবিধাভোগী এই ব্যক্তিরা আচরণবিধি লঙ্ঘন করায় বুধবারের মধ্যে জবাব দিতে বলা হয়।
এর প্রেক্ষিতে বুধবার তিন এমপি ইসির সচিব সিরাজুল ইসলামের কাছে দুঃখ প্রকাশ করে একটি চিঠি পাঠান।
পাঠকের মতামত:
বিডি টুয়েন্টিফোর লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।