হাওর বার্তা ডেস্কঃ বিএনপির চেয়ারপারসন কারাবন্দি খালেদা জিয়ার জামিন আবেদন বিষয়ে দুপুর ২টায় আদেশ দেবেন আদালত। বৃহস্পতিবার সকালে হাইকোর্টের বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কে এম জহুরুল হকের বেঞ্চে খালেদা জিয়ার জামিন আবেদনের শুনানি শেষ আদালত দুপুরে আদেশ দেবেন বলে জানান।
শুনানি নিয়ে আদালত জানান, আপিলের নির্দেশনা অন্যুায়ী খালেদা জিয়া উন্নত চিকিৎসার অনুমতি দেননি মর্মে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মেডিকেল রিপোর্টে বলা হয়েছে। এরপর আদালত আদেশ দিতে চান। কিন্তু খালেদা জিয়ার আইনজীবীরা আদেশের সময় পিছিয়ে রোববার করার জন্য আদালতের কাছে আবেদন করেন। এ সময় খালেদা জিয়ার আইনজীবী জয়নাল আবেদীন বলেন, ‘যা-ই দেন সানডেতে দেন।’