হাওর বার্তা ডেস্কঃ মুক্তির অনুমতি পেল জনপ্রিয় অভিনেত্রী ইয়ামিন হক ববির নতুন ছবি ‘আমার মা’। এতে অভিনেতা ডি এ তায়েবেরা বিপরীতে এই ছবিতে দেখা যাবে এ অভিনেত্রীকে।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) এই ছবি বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে আনকাট ছাড়পত্র পেয়েছে।
ছবি মুক্তি প্রসঙ্গে পরিচালক জানান, ছাড়পত্র হাতে পেলাম। ভালো একটা সময় দেখে অল্প সময়ের মধ্যে মুক্তি পাবে ‘আমার মা’।
এদিকে ছবিটির নাম ভূমিকায় অভিনয় করছেন সাতবার জাতীয় পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী আনোয়ারা।
ছবিটি নিয়ে অভিনেতা ডি এ তায়েব বলেন, ‘গর্ভধারিনী এক মা-কে কেন্দ্র করে ‘আমার মা’ নির্মিত হয়েছে। ববি সময়ের একজন জনপ্রিয় অভিনেত্রী। তাকে নিয়ে প্রেক্ষাগৃহে হাজির হয়ে চমক দিতে পারবো বলে প্রত্যাশা করছি।’
এই সিনেমায় আরো অভিনয় করেছেন সোহেল খান, জাহিদ হোসেন শোভন, হোমায়রা হিমু, কল্যান কোরাইয়া, মাকফুবার রহমান সুইট, জাহান এম রহমান, শরীফ সারোয়ার, মুকুল চৌধুরী এবং শিশু শিল্পী টুনটুনিসহ অনেকেই।