একের পর এক হারের কারণে মোদি সরকারের মান যেন যায় যায়। ক্ষমতায় থাকা অবস্থাতেই এই হারের হোচট খেয়ে চলেছেন ভারতের ক্ষমতাশিন দল বিজেপি। তবে এবার সেই হোচট থেকে রাক্ষা পেল গুজরাট নির্বাচনের মধ্যদিয়ে। নির্বাচনী ফলাফলে দেখা যায়, এক এক করে গুজরাটের গ্রামে ধাক্কা খেতে থাকে বিজেপি, কিন্তু শহরে এসে যেন নতুন প্রাণ ফিরে পেল তারা। অবশেষে মান রক্ষা হল মোদি সরকারের। বুধবার পৌর ও পঞ্চায়াত নির্বাচনে মোদি সরকারের দাপট কমেনি গুজরাটের শহরাঞ্চলে। যার ফলাফল, গুজরাটের ৬টি পৌরসভার মধ্যে ৬টিতেই জয় নিশ্চিত করেনিল বিজেপি। যদিও রাজকোট ও ভদোদরায় বিজেপি-কে বেশ বেগ পেতে হল কংগ্রেসের কাছে। টাইমস অপ ইন্ডিয়ার এক প্রতিবেদনে এখবর দিয়েছে। নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী হওয়ার পর এই নির্বাচনই ছিল মুখ্যমন্ত্রী আনন্দীবেন প্যাটেলের কাছে বড় চ্যালেঞ্জ। ফলাফল বলছে, গুজরাটের ছ’টি পৌরসভা- আহমেদাবাদ, সুরাট, ভদোদরা, রাজকোট, জামনগর ও ভাবনগর পৌরসভায় বিজেপি-র জয়জয়কার অবস্থা। ৫৬টি পৌরসভাও শাসকদলেরই দখলে গিয়েছে। নির্বাচন কমিশন সূত্রে জানানো হয়েছে, আহমেদাবাদ কর্পোরেশনে ১৯২টি আসনের মধ্যে ৯০টির বেশি আসনে এগিয়ে বিজেপি।
সংবাদ শিরোনাম
অবশেষে মান রক্ষা হলো মােদির
- Reporter Name
- আপডেট টাইম : ১২:১২:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর ২০১৫
- ৩০৩ বার
Tag :
জনপ্রিয় সংবাদ