বিএনপির খপাত্র ড. আসাদুজ্জামান রিপন দাবী করে বলেছেন, ১৯৭১ সালে বাংলাদেশে পাকিস্তানের সৈন্যরাই গণহত্যা করেছে বলে দাবি করেছে বিএনপি। ’৭১ সালে পাকিস্তান কোনো গণহত্যা করেনি, গণমাধ্যমে প্রকাশিত পাকিস্তানের এই বিবৃতির পরিপ্রেক্ষিতে আজ (মঙ্গলবার) দুপুরে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি ওই এ কথা বলেন। আসাদুজ্জামান রিপন বলেন, ‘মিথ্যা বলে সত্যকে আড়াল করা যাবে না। কারণ একাত্তরে পাকিস্তান গণহত্যা করেছে।’ এ সময় তিনি বিচারবর্হিভূত সকল হত্যাকাণ্ডের বিচারবিভাগীয় তদন্তেরও দাবি জানান। পৌর নির্বাচন প্রসঙ্গে রিপন বলেন, ‘নির্বাচন কমিশনের সদিচ্ছা থাকলে নির্বাচন ১৫ দিন কেন এক মাসও পেছানো সম্ভব ছিল’। রিপন বলেন, ‘আমরা পৌর নির্বাচন ১৫ দিন পিছিয়ে দেয়ার দাবি জানিয়েছিলাম। কিন্তু ইসি আমাদের দাবিকে নাকচ করে দিয়েছেন। কারণ হিসাবে ইসি তাবলীগ জামাত ও পরীক্ষার কথা বলেছেন। তবে তাবলীগের কথা গ্রহণযোগ্য কিন্তু পরীক্ষার কথা অগ্রহণযোগ্য।’ তিনি অভিযোগ করে বলেন, ‘পৌর নির্বাচনের তারিখ পিছিয়ে দিলে নতুন ৫০ লাখ ভোটার ভোট প্রদানের সুযোগ পেত। কিন্তু নির্বাচন কমিশন আমাদের দাবিকে কোনো তোয়াক্কা করছেন না।’
সংবাদ শিরোনাম
৭১ সালে পাকিস্তানই গণহত্যা চালিয়েছে: বিএনপি
- Reporter Name
- আপডেট টাইম : ০৮:৫৫:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১ ডিসেম্বর ২০১৫
- ২৭৯ বার
Tag :
জনপ্রিয় সংবাদ