অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, তথ্য-প্রযুক্তির ব্যবহার করতে পারলে অনেকটা কমে আসবে দুর্নীতি। এটা দুর্নীতি কমানোর একটি হাতিয়ার হতে পারে। মঙ্গলবার সকালে রাজধানীর একটি হোটেলে ‘১১তম গভর্মেন্ট ডিসকাশন ফোরাম ফর ইলেকট্রনিক আইডেনটিটি-২০১৫’ এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। মুহিত বলেন, আমি একটি নামকরা শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটিতে ছিলাম। সেভানে অনেক শিক্ষার্থী। কিন্তু শিক্ষকদের বেতন দিতে পারে না। এরপর আমি ভর্তি প্রক্রিয়া ডিজিটাল করে দিলাম। ভর্তি বাবদ ওই প্রতিষ্ঠানের আয় ৮০ হাজার থেকে ৮ লাখে চলে গেল। তিনি বলেন, সম্প্রতি আমরা আইসিটি যুগে প্রবেশ করেছি। তবে আমাদের একটু দেরি হয়েছে। অনেক ক্ষেত্রেই ডিজিটাল কার্যক্রমের চেষ্টা করছি। এরই মধ্যে অনেক ক্ষেত্রে সফলতাও এসেছে। অর্থমন্ত্রী বলেন, লেনদেন প্রক্রিয়া অনেক এগিয়েছে। ব্যাংকিং, মোবাইল ফিনানশিয়াল সার্ভিস, আয়কর পরিশোধ, রিটার্ন দাখিল, অ্যাডমিশন ফিস, টেন্ডার ফিস ইত্যাদিতে অনেক এগিয়ে। অন্যান্য খাতেও অগ্রগতি হচ্ছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইসিটি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জোনায়েদ আহমেদ পলক। সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগ ও এশিয়া প্যাসিফিক স্মার্ট কার্ড অ্যাসোসিয়েশন (এপিএসসিএ) যৌথভাবে এ ফোরামের আয়োজন করে। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ডাক ও টেলিয়োগাযোগ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটির সভাপতি ইমরান আহমেদ, এপিএসসিএ চেয়ারম্যান গ্রেগ পোট প্রমুখ।
সংবাদ শিরোনাম
আমাদের একটু দেরি হয়েছে
- Reporter Name
- আপডেট টাইম : ০৮:৪০:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১ ডিসেম্বর ২০১৫
- ৩২১ বার
Tag :
জনপ্রিয় সংবাদ