বার্সেলোনার সুপার স্টার তারকা লিওনেল মেসিকে কিনতে কে না চায়। ফুটবল বিশ্বের নামকরা অনেক ক্লাবই কারি কারি টাকা নিয়ে বসে আছে এই ফুটবলারকে নিজ দলের অন্তভক্ত করে নিতে। কিন্তু চাইলে কি আর তাঁকে পাওয়া যায়। অনেক আগ থেকে মেসিকে কিনতে চেয়ে ছিলেন ম্যান সিটি,চেলিস, রিয়াল মাদিদ্রের মতো ক্লাবগুলো। মেসি তাদের ফিরে দিয়েছে। আর এবার বার্সেলোনার এই তারকাকে ১৭ কোটি ইউরোতে কিনতে প্রস্তাব দিয়েছে ম্যানচেস্টার সিটি। শনিবার এমনটি জানিয়েছে ইংল্যান্ডের দৈনিক দ্য সান সংবাদ মাধ্যম। দ্য সান জানায়, মেসিকে বছরে ৫ কোটি ৬৮ লাখ ইউরো বেতনের প্রস্তাব দিয়েছে সিটি। ইংলিশ ক্লাবটির প্রতিনিধিরা এরই মধ্যে কয়েকবার মেসির এজেন্টের সঙ্গে দেখা করেছেন। বার্সেলোনার সঙ্গে মেসির চুক্তির মেয়াদ ২০১৮ সাল পর্যন্ত থাকলেও আগামী মৌসুমেই এই তারকা ইংলিশ প্রিমিয়ার লিগে নাম লেখাতে পারেন বলে বিশ্বাস তাদের। মেসির রিলিজ ক্লজ ২৫ কোটি ইউরো হলেও সিটি কর্মকর্তাদের বিশ্বাস, ১৭ কোটি ইউরোতেই হয়ত বার্সেলোনা তারকাকে পাবে তারা।
সংবাদ শিরোনাম
ওরা মেসিকে কিনতে চায়
- Reporter Name
- আপডেট টাইম : ১১:১৮:৩২ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০১৫
- ৩৬৫ বার
Tag :
জনপ্রিয় সংবাদ