হাওর বার্তা ডেস্কঃ ঢালিউডে গেল কয়েক বছর ধরে কোনো উৎসব মানেই সময়ের শীর্ষ নায়ক শাকিব খানের সিনেমা। বিশেষ করে দুই ঈদ মাতিয়ে রেখেছেন তিনি। সিনেমায় পরিচালক বা নায়িকার বদল হলেও একক রাজত্বে দর্শক খুশি করার চেষ্টা করে গেছেন এই নায়ক।
তবে আসছে রোজা ঈদে শাকিবের কোনো সিনেমা মুক্তি পাচ্ছে না। ‘বীর’ ছবিটি প্রথমদিকে ঈদের ছবি হিসেবে তৈরি হচ্ছে বলা হলেও সেটি ২১ ফেব্রুয়ারি মুক্তির জন্য প্রস্তুতি নিচ্ছে। অন্যদিকে ‘শাহেনশাহ’, ‘ক্রিমিনাল’ ও ‘আগুন’ ছবি তিনটিও রয়েছে অনিশ্চিয়তায়। ঘোষণা এলেও শুটিং শুরু হয়নি ‘হ্যাকার’ ছবির। তাই আপাতত বলা চলে দীর্ঘদিন পর হয়তো শাকিববিহীন ঈদ আসতে চলেছে।
এদিকে আসছে রোজা ঈদে মুখোমুখি হতে চলেছেন ইন্ডাস্ট্রির দুই হার্টথ্রব নায়ক আরিফিন শুভ ও সিয়াম আহমেদ। মজার ব্যপার হলো দুজনেই হাজির হবেন পুলিশ চরিত্রে।
শুভকে দেখা যাবে ‘মিশন এক্সট্রিম’ ছবিতে। ঈদে এই ছবির মুক্তি এখন পর্যন্ত নিশ্চিত। ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান রোজা ঈদের ছবি হিসেবেই এটি নির্মাণ করেছে। এরইমধ্যে এ সিনেমার শুটিং শেষ হয়েছে। চলছে ডাবিং ও সম্পাদনার কাজ। শিগগিরই এটি জমা পড়বে সেন্সরে।
অন্যদিকে প্রযোজনা প্রতিষ্ঠানের ঘনিষ্ট সূত্রে জানা গেছে, আসছে রোজা ঈদে মুক্তি পাবে সিয়াম আহমেদের ‘শান’ ছবিটি। এর প্রকাশ হওয়া প্রথম পোস্টারেও এমন ঘোষণাই দেয়া হয়েছে। ছবিটির শুটিং শেষ পর্যায়ে রয়েছে। ফেব্রুয়ারির শেষদিকে এই ছবিটি সেন্সরে জমা পড়তে পারে।
সবকিছু ঠিক থাকলে আসছে ঈদে প্রথমবারের মতো মুখোমুখি প্রতিদ্বন্দ্বীতায় শামিল হবেন শুভ ও সিয়াম। শাকিব খান পরবর্তী এই দুই নায়ককে ভরসার জায়গায় এগিয়ে রাখেন সিনেমার প্রযোজক ও পরিচালকরা। দুজনেই নামের শেষে কিছু ব্যবসা সফল ও প্রশংসিত সিনেমা যোগ করেছেন। দুজনের সম্পর্কটাও বেশ ভালো। বয়সের ব্যবধানে এগিয়ে থাকা শুভ’র প্রতি সিয়ামের সম্মান রয়েছে। তেমনি সিয়ামের মেধা ও অভিনয়ের প্রশংসা করেন শুভ। তবু ঈদের বাজারে এগিয়ে থাকার প্রতিযোগিতায় নিশ্চয়ই কেউ কাউকে ছাড় দিতে চাইবেন না।
প্রসঙ্গত, ‘ঢাকা অ্যাটাক’র পর ‘কপ ক্রিয়েশন’র ব্যানারে নির্মিত বাংলাদেশের দ্বিতীয় পুলিশ অ্যাকশন থ্রিলার ‘মিশন এক্সট্রিম’। ক্রাইম, থ্রিল, সাসপেন্স এবং অ্যাকশন নির্ভর একটি মৌলিক গল্পের উপর ভিত্তি করে সিনেমাটি নির্মিত হচ্ছে। এখানে আরিফিন শুভর সঙ্গে দেখা যাবে তাসকিন রহমান, সাদিয়া নাবিলা, সুমিত সেনগুপ্ত, শতাব্দী ওয়াদুদ, মাজনুন মিজান, ইরেশ জাকের, মনোজ প্রামাণিক, আরেফ সৈয়দ, রাশেদ মামুন অপু, এহসানুল রহমান, দীপু ইমাম, জান্নাতুল ফেরদৌস ঐশীসহ আরও অনেককেই।
‘মিশন এক্সট্রিম’ সিনেমাটি পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট তথা ঢাকা মেট্রোপলিটন পুলিশের ‘সিটিটিসি’র কিছু শ্বাসরুদ্ধকর অভিযান থেকে অনুপ্রাণিত হয়ে নির্মাণ করা হচ্ছে। এর গল্প ও চিত্রনাট্য লিখেছেন সানী সানোয়ার। যৌথভাবে ফয়সাল আহমেদের সঙ্গে পরিচালনাতেও আছেন তিনি।
অন্যদিকে ‘শান’ সিনেমার নির্মাতা এম রহিম। এখানে সিয়ামের নায়িকা পূজা চেরী। এছাড়াও দেখা যাবে অরুণা বিশ্বাস, চম্পা, তাসকিন রহমান, ডনকেও।