ঢাকা ১২:০১ পূর্বাহ্ন, সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪, ১৫ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

ইসির নির্দেশ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:১২:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০১৫
  • ৩৫৯ বার

আসন্ন পৌরসভা নির্বাচন উপলক্ষে আগাম প্রচারণা আজ বৃহস্পতিবার রাত ১২টার আগে বন্ধ করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার সকালে নির্বাচন কমিশনের পরিচালক (জনসংযোগ) এস এম আসাদুজ্জামান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। আসাদুজ্জামান জানান, ইসির সহকারী সচিব রাজীব আহসান স্বাক্ষরিত একটি নির্দেশনামূলক চিঠি গতকাল সন্ধ্যায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও রিটার্নিং কর্মকর্তাদের কাছে প্রেরণ করা হয়েছে। চিঠিতে বলা হয়েছে, আজ রাত ১২টার আগে সব ধরনের নির্বাচনী প্রচার-প্রচারণা বন্ধ করার নির্দেশ দেয়া হয়েছে। এরপরও কেউ তৎপরতা চালালে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের দায়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলা হয়েছে। এ ক্ষেত্রে প্রার্থীর প্রার্থিতাও বাতিল হতে পারে। আসাদুজ্জামান জানান, এরই মধ্যে রিটার্নিং কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতেও চিঠি দেয়া হয়েছে। এ বিষয়ে নির্বাচন কমিশনের সচিব সিরাজুল ইসলাম গণমাধ্যমকে জানান, দেশের ২৩৬টি পৌরসভায় সম্ভাব্য প্রার্থীদের কাছে মনোনয়নপত্র বিতরণ শুরু করার কারণে নির্বাচনের বিধিমালা ও আচরণবিধি এখনো পৌঁছানো সম্ভব হয়নি। আশা করছি, আজ এগুলো পৌঁছে যাবে। তাই আজ রাত ১২টার মধ্যে প্রচারণা বন্ধ করার নির্দেশনা দেয়া হয়েছে। উল্লেখ্য, গত মঙ্গলবার ২৩৪টি পৌরসভার তফসিল ঘোষণা হলেও বুধবার আরো ২টি পৌরসভার ভোটগ্রহণের প্রজ্ঞাপন জারি করে ইসি। এ দুটি হলো গাজীপুরের শ্রীপুর ও রাজশাহীর নওহাটা পৌরসভা। এখন পৌরসভা হলো ২৩৬টি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

ইসির নির্দেশ

আপডেট টাইম : ১২:১২:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০১৫

আসন্ন পৌরসভা নির্বাচন উপলক্ষে আগাম প্রচারণা আজ বৃহস্পতিবার রাত ১২টার আগে বন্ধ করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার সকালে নির্বাচন কমিশনের পরিচালক (জনসংযোগ) এস এম আসাদুজ্জামান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। আসাদুজ্জামান জানান, ইসির সহকারী সচিব রাজীব আহসান স্বাক্ষরিত একটি নির্দেশনামূলক চিঠি গতকাল সন্ধ্যায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও রিটার্নিং কর্মকর্তাদের কাছে প্রেরণ করা হয়েছে। চিঠিতে বলা হয়েছে, আজ রাত ১২টার আগে সব ধরনের নির্বাচনী প্রচার-প্রচারণা বন্ধ করার নির্দেশ দেয়া হয়েছে। এরপরও কেউ তৎপরতা চালালে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের দায়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলা হয়েছে। এ ক্ষেত্রে প্রার্থীর প্রার্থিতাও বাতিল হতে পারে। আসাদুজ্জামান জানান, এরই মধ্যে রিটার্নিং কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতেও চিঠি দেয়া হয়েছে। এ বিষয়ে নির্বাচন কমিশনের সচিব সিরাজুল ইসলাম গণমাধ্যমকে জানান, দেশের ২৩৬টি পৌরসভায় সম্ভাব্য প্রার্থীদের কাছে মনোনয়নপত্র বিতরণ শুরু করার কারণে নির্বাচনের বিধিমালা ও আচরণবিধি এখনো পৌঁছানো সম্ভব হয়নি। আশা করছি, আজ এগুলো পৌঁছে যাবে। তাই আজ রাত ১২টার মধ্যে প্রচারণা বন্ধ করার নির্দেশনা দেয়া হয়েছে। উল্লেখ্য, গত মঙ্গলবার ২৩৪টি পৌরসভার তফসিল ঘোষণা হলেও বুধবার আরো ২টি পৌরসভার ভোটগ্রহণের প্রজ্ঞাপন জারি করে ইসি। এ দুটি হলো গাজীপুরের শ্রীপুর ও রাজশাহীর নওহাটা পৌরসভা। এখন পৌরসভা হলো ২৩৬টি।