হাওর বার্তা ডেস্কঃ জার্মানির বার্লিনের বাসিন্দা মিশেল কোবকে। ৩১ বছর বয়সী এই নারী গত ছয় বছরের ধরে প্রেম করছেন। সেই ভালবাসা থেকে তৈরি হয়েছে ‘শারীরিক’ সম্পর্কও। সেই সম্পর্কে থেকে কোবকে যে ভীষণ খুশি, সে কথাও তিনি গোপন করেননি। কিন্তু কোবকের প্রেম কোনো পুরুষ, নারী বা তৃতীয় লিঙ্গের সঙ্গে নয়। ওই জার্মান নারীর প্রেম বোয়িং ৭৩৭-৮০০ বিমানের সঙ্গে। ঘোষণা দিয়েছেন, আগামী মার্চে বিয়ে করছেন তারা।
নিজের প্রেমিকের বিষয়ে কোবকে বলেছেন, ‘৭৩৭-৮০০ আমার কাছে প্রচণ্ড আকর্ষণীয় ও আবেদনময়। ও আমার কাছে সব থেকে সুন্দর।‘ বোয়িংয়ের সঙ্গে নিজের শারীরিক সম্পর্কেও কথাও গর্বের সঙ্গে জানিয়েছেন তিনি। অন্য সব প্রেমের মতোই বোয়িংকে ছাড়া একাকীত্ব অনুভব করেন বলে জানিয়েছেন। ঘোষণা দিয়েছেন, আগামী মার্চে নেদারল্যান্ডসে বিবাহবন্ধনে আবদ্ধ হবেন তারা।
নারী-পুরুষের প্রেম বা সমকামী প্রেম ছেড়ে যন্ত্রের সঙ্গে কোবকের প্রেম নিয়ে চলছে হাসিঠাট্টাও। যদিও বিষয়টির মধ্যে মজার কিছু দেখছেন না বিশেষজ্ঞরা। তাদের মতে, এটি এক ধরনের অবজেক্টোফিলিয়া। এর জেরে ব্যক্তির বদলে মানুষ বস্তুর সঙ্গে প্রেমের আকর্ষণ অনুভব করে।