হাওর বার্তা ডেস্কঃ কলা পুষ্টিকর ফলগুলোর মধ্যে অন্যতম। তবে কলা খেলেও ফেলে দিতে হয় এর খোসা। এইটাই স্বাভাবিক, কারণ খোসা নিশ্চয় খাওয়ার জিনিস নয়!
তবে জানলে অবাক হবেন, ত্বকের যত্নে কলার খোসা জাদুর মতো কাজ করে। তাই এখন থেকে কলা খেয়ে খোসাটি ফেলে না দিয়ে তকের যত্নে কাজে লাগান। এর ব্যবহারে ত্বক হবে উজ্জ্বল ও দীপ্তিময়। চলুন তবে জেনে নেয়া যাক কীভাবে ব্যবহার করবেন কলার খোসা-
কলার খোসার ভেতরের সাদা অংশটুকু মুখে ও ঘাড়ে ভালো করে ঘসে ঘসে লাগান। ২০ মিনিট এভাবেই রাখুন। শুকিয়ে গেলে উষ্ণ গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। এর ব্যবহারের আপনি পাবেন উজ্জ্বল ত্বক। দ্রুত ফল পেতে সপ্তাহে কয়েকবার এটি ব্যবহার করুন।