হাওর বার্তা ডেস্কঃ আখাউড়ায় তিন ওষুধ ব্যবসায়িকে তিন হাজার টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার পৌরশহরের সড়ক বাজারে উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল হাসান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর রফিকুল ইসলাম জানান, পৌরশহরের সড়ক বাজারের আমীন ফার্মেসি, বিরেন্দ্র ফার্মেসি ও খাদেম ফার্মেসিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় দোকানে ফিজিশিয়ান স্যাম্পল বিক্রি, ওষুধের সঠিক তাপমাত্রা নিয়ন্ত্রণ না করা ও দোকানের সাইন বোর্ডে প্রতারণার আশ্রয় নেয়ার অপরাধে নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রত্যেক ব্যবসায়িকে তিন হাজার টাকা করে জরিমানা করেন।