হাওর বার্তা ডেস্কঃ আর মাত্র চার দিন পর বিদায় নেবে ২০১৯ সাল। দশকের শেষ সূর্যগ্রহণ অনুষ্ঠিত হল বৃহস্পতিবার। অস্ট্রেলিয়া, এশিয়া ও আফ্রিকা থেকে এই সূর্যগ্রহণ দেখা যায়।
পৃথিবী ও সূর্যের মধ্যে এক সরলরেখায় চাঁদ পৌঁছে গেলে চাঁদের ছায়া পৃথিবীর উপরে পড়ে। এই মহাজাগতিক ঘটনার নাম সূর্যগ্রহণ। বলয়গ্রাস সূর্যগ্রহণের সাক্ষী থাকল বিশ্বের কোটি কোটি মানুষ।
সদ্য বলয়গ্রাস সূর্যগ্রহণের সেরা ১০টি ছবি
১. ইন্দোনেশিয়ায় সূর্যগ্রহণের সময় প্রার্থনা চলছে।
২. সিঙ্গাপুর থেকে তোলা এই ছবিতে সূর্যকে একটি আংটির মতো দেখাচ্ছে।
৩. আবু ধাবিতে মরুভূমির মধ্যে সূর্যগ্রহণ।
৪. ভারতের কর্নাটকের এক মনেস্ট্রিতে বৌদ্ধ সন্ন্যাসীরা সূর্যগ্রহণ দেখছেন।
৫. দুবাইয়ে স্থানীয় সময় সকাল ৭ টা ৩০ মিনিটে তোলা ছবিটি।
৬. পাকিস্তানের ইসলামাবাদে এক্স-রে প্লেট ধরে সূর্যগ্রহণ দেখছেন এক ব্যক্তি।
৭. গাছের পাতার ফাঁক থেকে সূর্যগ্রহণের এই ছবিটি তোলা হয়েছে ভারতের তামিলনাড়ু থেকে।
৮. ইন্দোনেশিয়ায় বলয়গ্রাস সূর্যগ্রহণের ছবি তোলার প্রস্তুতি চলছে।
৯. ইন্দোনেশিয়ায় বিশেষ চশমার মাধ্যমে সূর্যগ্রহণ দেখছে এক শিশু।
১০. মিয়ানমারের ওয়ান ত্যিনে তোলা এই ছবি। এই ছবিতে সূর্যকে আংশিকভাবে ঢেকে রেখেছে চাঁদ।