হাওর বার্তা ডেস্কঃ মাথায় উকুন নিয়ে নারী-পুরুষের পাশাপাশি অনেক প্রাণীকেও ভোগান্তি পোহাতে হয়। এবার হয়তো ‘উকুনওয়ালা’দের আক্ষেপ কিছুটা কমবে। এই পোকা যে ছাড় দেয়নি ভয়ংকর ডাইনোসরকেও!
মিয়ানমারে পাখাওয়ালা ডাইনোসরের পালকের জীবাশ্মে উকুনের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। এই প্রথম ১০ কোটি বছর আগেকার উকুনজাতীয় কোনো পোকার সন্ধান পাওয়া গেল।
বিজ্ঞানবিষয়ক জার্নাল নেচারে প্রকাশিত এক নিবন্ধে বলা হয়েছে, ডাইনোসর বিশেষজ্ঞরা মিয়ানমারে গবেষণা করতে গিয়ে রেজিনে জমে যাওয়া পাখাওয়ালা ডাইনোসরের জীবাশ্মের সন্ধান পান।
চীনের বেইজিংয়ের একটি বিশ্ববিদ্যালয়ের গবেষকরা সেই জীবাশ্ম পরীক্ষা করে ডাইনোসরের পাখার মধ্যে ১০ ধরনের পোকার খোঁজ পেয়েছেন। এর মধ্যে উকুনজাতীয় কিছু রয়েছে বলেও তাদের অনুমান।
১০ কোটি বছর আগের সেই পোকা দেখতে ঠিক বর্তমানের উকুনের মতো নয়। তাদের আকার একটি চুলের দ্বিগুণ। মুখের আদলও অন্যরকম। বিজ্ঞানীদের ধারণা, এরা কেবল ডাইনোসরের পাখায়ই বাসা বাঁধত।
চামড়া পর্যন্ত পৌঁছত না। তবে এর ফলে পাখার ষথেষ্ট ক্ষতি হতো। বিজ্ঞানীদের বক্তব্য, মেসোজোয়িক যুগে এমন পোকার সন্ধান পাওয়া আশ্চর্য ঘটনা। এটি ওই সময়ের বিজ্ঞানচর্চার নতুন পথ দেখাবে। ডয়চে ভেলে।