হাওর বার্তা ডেস্কঃ রাজধানী ঢাকার পল্লবী ও দারুসসালাম এলাকা থেকে দুজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহতরা হলেন, বিলকিস আক্তার (২৬) ও রাজু (৩০)। এদের মধ্যে বিলকিস একটি পোশাক কারখানার কর্মী ছিলেন। আর রাজু কাজ করতেন একটি ট্রাভেল এজেন্সিতে।
পল্লবী থানার পরিদর্শক (অপারেশন্স) এমরানুল ইসলাম বলেন, শুক্রবার রাতে পল্লবীর ১২ নম্বর ব্লক এলাকার একটি টিনশেড বাড়িতে ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় গার্মেন্টস কর্মী বিলকিসের লাশ উদ্ধার করা হয়।
বিলকিসের বাড়ি লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা য়।
অপরদিকে শুক্রবার রাতে দারুস সালাম টাওয়ারের পেছনে ১৯ নম্বর বাড়ির ৪ তলার ছাদের একটি কক্ষের দরজা ভেঙে রাজুর ঝুলন্ত পচা গলা মরদেহ উদ্ধার করে পুলিশ।
দারুস সালাম থানার এসআই মো. সালাম বলেন, মরদেহটি পচা ছিল। ধারণা করা হচ্ছে, চার থেকে পাঁচ দিন আগে তার মৃত্যু হয়েছে ।
রাজু ঢাকার বনানীর একটি ট্রাভেল এজেন্সিতে চাকরি করতেন। তার বাড়ি রাজশাহীর পবা উপজেলায়।
ময়নাতদন্তের জন্য লাশ দুটি সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।