ছবিতে দেখুন বিশ্বনেতাদের গাড়ি

হাওর বার্তা ডেস্কঃ ক্ষমতাশীল কোনো দেশের নেতা যে গাড়ি ব্যবহার করেন তা নিশ্চিতভাবেই সহজলভ্য বা সস্তা কোনো গাড়ি নয়। বিলাসবহুল তো বটেই পাশাপাশি সর্বোচ্চ সুরক্ষিত গাড়ি সেগুলো। কয়েকজন বিশ্বনেতা সেডান বা এসইউভি গাড়ি ব্যবহার করেন, আবার অনেকের বেন্টলি বা ক্যাডিলাক গাড়ি পছন্দ। উদাহরণস্বরূপ, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্র্যাম্প ১৫ লাখ মার্কিন ডলার মূল্যের ‘দ্য বিস্ট’ নামে ক্যাডিলাক গাড়ি ব্যবহার করেন। অন্যদিকে ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ কাস্টমাইজড বেন্টলে গাড়ি ব্যবহার করছেন। ছয় বিশ্বনেতার লিমুজিন গাড়ি নিয়ে সাজানো হয়েছে আজকের ফটো ফিচার।

 অত্যন্ত ‍সুরক্ষিত ও বিলাসবহুল ক্যাডিল্যাক লিমুজিনে সফর করেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

 

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাশিয়ান বিলাসবহুল ব্র্যান্ড অরসের তৈরি ‘সেনাত’ নামের লিমুজিনে  সফর করেন।

 

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন মার্সিডিজ বেঞ্জ এস-৬০০ পুলম্যান গার্ড নামের গাড়ি ব্যবহার করেন। বিশেষ ফিচারের জন্য বিশ্বে এই লিমুজিন সুপরিচিত।

ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ কাস্টমাইজড বেন্টলে স্টেট লিমুজিন ব্যবহার করেন।

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ব্যবহার করেন হোংগি এল-৫। দেশটির আগের সরকারপ্রধানেরা মার্সিডিজ ব্যবহার করেছেন।

জাপানের সম্রাট নারুহিতো যে গাড়িটি ব্যবহার করেন সেটি টয়োটার সেঞ্চুরি রয়্যাল সিরিজের।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর