চেইন স্মোকারের’এক ব্যক্তির ফুসফুস দেখে অবাক চিকিৎসকদের চোখ কপালে উঠেগেছে

হাওর বার্তা ডেস্কঃ ৩০ বছর ধরে দিনে এক প্যাকেট সিগারেট খাওয়া এক ব্যক্তির ফুসফুস দেখে চোখ কপালে উঠেছে চীনের চিকিৎসকদের। ৫২ বছর বয়সে ওই ব্যক্তি মারা যাওয়ার পর তার পেট থেকে ফুসফুস বের করে আলকাতরার মতো রং দেখতে পান তারা।ফুসফুসের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া ওই ব্যক্তি অঙ্গ দান করতে চেয়েছিলেন। কিন্তু চিকিৎসকেরা ব্যবহার করতে পারেননি।জিয়াংসু শহরের উক্সি পিপলস হাসপাতালের চিকিৎসক ড. চেন অপারেশনের একটি ভিডিও পোস্ট করেছেন। সেই ভিডিওতে ফুসফুসের ভয়ংকর ওই রং দেখা গেছে।চেন সাংবাদিকদের বলেন, এই দেশে অনেকের ফুসফুসের অবস্থাই এমন। এটি আমরা অন্যের শরীরে প্রতিস্থাপন না করার সিদ্ধান্ত নিয়েছি।অন্যদের সতর্ক করে তিনি বলেন, এই ফুসফুসের দিকে তাকান-এখনো ধূমপান করার সাহস আছে? চেন জানান, সিটি স্ক্যান করার আগেই ওই রোগীর মৃত্যু হয়। তার কিছুক্ষণ আগে তিনি ফুসফুস দান করে যান।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর