হাওর বার্তা ডেস্কঃ গেল মাসের শেষের দিকে বেশ জাঁকজমক আয়োজনের মধ্য দিয়ে বিয়ের পিঁড়িতে বসেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর। পাত্র নেহাল সুনন্দ তাহেরের সঙ্গে আগে থেকেই মন দেওয়া নেওয়া ছিল এই অভিনেত্রীর। দুই পরিবারের সম্মতিতে বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা।
কিছুদিন আগেই মধুর সময় কাটাতে হানিমুনে ইন্দোনেশিয়ার বালিতে গিয়েছেন সাবিলা-সুনন্দ। সেখানে একটি রিসোর্টে দারুণ সময় কাটাচ্ছেন এই নতুন দম্পতি।
সাবিলা নূর নিজেই ইনস্টাগ্রামে সেই রিসোর্ট থেকে ছবি ও ভিডিও পোস্ট করেছেন। তার পোস্ট করা ছবি ও ভিডিও দেখে অনেকেই শুভকামনা জানাচ্ছেন তাদের। সাবিলার এক ভক্ত লিখেছেন, অসাধারণ লাগছে আপনাকে। আরেক নেটিজেন লেখেন, চেনাই যাচ্ছে না।’
সাবিলা নূর ঢাকা জেলায় জন্মগ্রহণ করেন। শৈশব থেকেই নাচের প্রতি আসক্তি ছিল তার। সাবিলা বুলবুল ললিতা কলা একাডেমি থেকে নাচ শিখেছেন। সাবিলা ২০১৪ সাল থেকে মডেলিংয়ের মাধ্যমে অভিনয় জগতে প্রবেশ করেন। সাবিলা অনেক জনপ্রিয় টেলিফিল্ম, নাটক এবং বিজ্ঞাপনে কাজ করেছেন।