হাওর বার্তা ডেস্কঃ সিরাজগঞ্জের তাড়াশে ৬৪ সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ আব্দুল আজিজ এমপি’র বিরুদ্ধে গণমাধ্যমে সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবুল শেখের সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সাংবাদিক সম্মেলন করেছে উপজেলা আওয়ামী লীগ। রোববার (১৭ নভেম্বর) দুপুরে আওয়ামী লীগ কার্যালয়ে দলের সভাপতি ও সাবেক উপজেলার চেয়ারম্যান মো. আব্দুল হক উপজেলার কর্মরত সাংবাদিকদের সামনে এক লিখিত বক্তব্য পাঠ করেন।
গত ১০ নভেম্বর একটি বে-সরকারি গণমাধ্যমে তাড়াশ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবুল শেখের দেয়া বক্তব্যের প্রতিবাদ জানান তিনি। আওয়ামী লীগ নেতারা বলেন, বাবুল শেখের দেয়া তথ্য বিভ্রান্তিকর এবং এতে করে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে।