ঢাকা ০৬:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

আত্মসমর্পণ করল ছয় শতাধিক আইএস

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৪৩:০০ পূর্বাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০১৯
  • ২১১ বার

হাওর বার্তা ডেস্কঃ আফগানিস্তানে আইএসের ছয় শতাধিক সদস্য আত্মসমর্পণ করেছে বলে দাবি করেছে দেশটির সরকার।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বিগত দুই সপ্তাহে ছয়শো এরও বেশি আইএস আত্মসমর্পণ করেছে যাদের মধ্যে পাকিস্তানি, মধ্য এশীয় ও ইরানি নাগরিক রয়েছে।

বিগত বছরগুলোতে আফগানিস্তানে তালেবানদের সঙ্গে পাল্লা দিয়ে হামলার সংখ্যা বৃদ্ধি করেছে আইএস। ২০১৭ সালের শেষ দিকে ইরাক ও সিরিয়ায় পরাজয়ের পর তারা ছড়িয়ে পড়েছে বিশ্বের বিভিন্ন প্রান্তে। ইউরোপ, আফ্রিকা ও এশিয়ার দেশগুলোতে ঘাঁটি গাড়ছে তারা। মিসর, ফিলিস্তিন, ফিলিস্তিনের সঙ্গে সঙ্গে আফগানিস্তানেও উপস্থিতি বাড়ায় তারা।

সম্প্রতি দেশকে আইএসমুক্ত করার ঘোষণা দেয় আফগানিস্তান। এর কিছুদিন পরই আইএস সদস্যরা আত্মসমর্পণ শুরু করে। প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, দেশটির পূর্বাঞ্চলে পাকিস্তান সীমান্তবর্তী অঞ্চলে শুক্রবার ২৪ নারী ও ৩১ শিশুসহ ১৮ জন জঙ্গি আত্মসমর্পণ করেছে। আর এটা নিয়ে দুই সপ্তাহে মোট আত্মসমপর্ণের সংখ্যা ছয়শো পেরিয়ে গেছে।

স্থানীয় সংবাদমাধ্যম টোলো নিউজ জানিয়েছে, আত্মসমর্পণকারীদের মধ্যে তাজিকিস্তান, উজবেকিস্তান, রাশিয়া, ইরান ও কুর্দি নাগরিক রয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী মাসুদ আন্দ্রাবি দাবি করেন, নানগাহার প্রদেশের পূর্বাঞ্চল থেকে আইএস সম্পূর্ণ নির্মূল করা হয়েছে। তারা বিকল্প ঘাঁটি তৈরির চেষ্টা করছে। তবে নিরাপত্তা বাহিনীর সদস্যরা প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি।

 

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

আত্মসমর্পণ করল ছয় শতাধিক আইএস

আপডেট টাইম : ০৯:৪৩:০০ পূর্বাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০১৯

হাওর বার্তা ডেস্কঃ আফগানিস্তানে আইএসের ছয় শতাধিক সদস্য আত্মসমর্পণ করেছে বলে দাবি করেছে দেশটির সরকার।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বিগত দুই সপ্তাহে ছয়শো এরও বেশি আইএস আত্মসমর্পণ করেছে যাদের মধ্যে পাকিস্তানি, মধ্য এশীয় ও ইরানি নাগরিক রয়েছে।

বিগত বছরগুলোতে আফগানিস্তানে তালেবানদের সঙ্গে পাল্লা দিয়ে হামলার সংখ্যা বৃদ্ধি করেছে আইএস। ২০১৭ সালের শেষ দিকে ইরাক ও সিরিয়ায় পরাজয়ের পর তারা ছড়িয়ে পড়েছে বিশ্বের বিভিন্ন প্রান্তে। ইউরোপ, আফ্রিকা ও এশিয়ার দেশগুলোতে ঘাঁটি গাড়ছে তারা। মিসর, ফিলিস্তিন, ফিলিস্তিনের সঙ্গে সঙ্গে আফগানিস্তানেও উপস্থিতি বাড়ায় তারা।

সম্প্রতি দেশকে আইএসমুক্ত করার ঘোষণা দেয় আফগানিস্তান। এর কিছুদিন পরই আইএস সদস্যরা আত্মসমর্পণ শুরু করে। প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, দেশটির পূর্বাঞ্চলে পাকিস্তান সীমান্তবর্তী অঞ্চলে শুক্রবার ২৪ নারী ও ৩১ শিশুসহ ১৮ জন জঙ্গি আত্মসমর্পণ করেছে। আর এটা নিয়ে দুই সপ্তাহে মোট আত্মসমপর্ণের সংখ্যা ছয়শো পেরিয়ে গেছে।

স্থানীয় সংবাদমাধ্যম টোলো নিউজ জানিয়েছে, আত্মসমর্পণকারীদের মধ্যে তাজিকিস্তান, উজবেকিস্তান, রাশিয়া, ইরান ও কুর্দি নাগরিক রয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী মাসুদ আন্দ্রাবি দাবি করেন, নানগাহার প্রদেশের পূর্বাঞ্চল থেকে আইএস সম্পূর্ণ নির্মূল করা হয়েছে। তারা বিকল্প ঘাঁটি তৈরির চেষ্টা করছে। তবে নিরাপত্তা বাহিনীর সদস্যরা প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি।