যারা এসএমএসের মাধ্যমে মোবাইলের সিম নিবন্ধন করেছেন তাদেরকেও অপারেটরদের কাছে গিয়ে ফিঙ্গার প্রিন্ট দিতে হবে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।
আজ রবিবার দুপুরে রাজধানীতে কয়েকটি মোবাইল অপারেটরের এ কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন প্রতিমন্ত্রী।
তারানা হালিম বলেন, মোবাইলের সিম নিবন্ধনে বায়োমেট্রিক অথবা আঙ্গুলের ছাপ পদ্ধতি পরীক্ষামূলকভাবে শুরু হয়েছে আজ। এ পরীক্ষামূলক কার্যক্রম চলবে ডিসেম্বর পর্যন্ত।
আগামী ১৬ ডিসেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে বায়োমেট্রিক কার্যক্রমের উদ্বোধন করা হবে বলেও জানান প্রতিমন্ত্রী।
এর আগে, সিম নিবন্ধনে বায়োমেট্রিক পদ্ধতি চালু উপলক্ষে নির্দেশনা জারি করে বিটিআরসি। এতে বলা হয়, বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধন করতে জাতীয় পরিচয়পত্র ছাড়াও অনুমোদিত কয়েকটি পরিচয়পত্র ব্যবহার করতে পারবেন গ্রাহক।