হাওর বার্তা ডেস্কঃ বাড়ির অন্যতম প্রয়োজনীয় জিনিস হলো ফ্যান। কিন্তু ফ্যানকে কিছুদিন পর পর পরিষ্কার করলেও আবার তা ময়লা হয়ে যায়। পরিষ্কার করা বেশ ঝামেলার, সময়ও লাগে অনেকক্ষণ। কিন্তু চাইলেই এক মিনিটেই ফ্যানের পাখা পরিষ্কার করা সম্ভব। জেনে নিন সে পদ্ধতি-
এবার বালিশের কভারটি দু হাত দিয়ে পাখার ব্লেডের ওপরে চেপে ধরে বাইরের দিকে টান দিন। দেখবেন বালিশের কভারের ভিতর সব ময়লা চলে এসেছে। এবার বালিশের কভারটি বাইরের দিকে ঝাড়ুন, ধুলোবালি যা আছে বের হয়ে যাবে! তারপর ধুয়ে ফেলুন।
এবার ফ্যানের দিকে তাকান, পুরো নতুনের মত হয়ে গিয়েছে ! এই পদ্ধতিতে খুব সহজে ফ্যান পরিষ্কার করা যায়। সমব লাগে ঠিক ১ মিনিট!