ঢাকা ১০:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

শমসের মবিনের পর এবার রুমী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:৪৪:০৪ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০১৫
  • ২১৫ বার

শমসের মবিন চৌধুরীর পর এবার বিএনপি থেকে পদত্যাগ করলেন আরেকজন। দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এম এম শাহরিয়ার রুমী বিএনপির সব পদ থেকে পদত্যাগ করেছেন। তিনি ফরিদপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতির দায়িত্বেও ছিলেন। রোববার দুপুরে শাহরিয়ার রুমী পদত্যাগের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। রুমী জানান, এরই মধ্যে পদত্যাগপত্র বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ফরিদপুর জেলা বিএনপির সভাপতির কাছে পাঠানো হয়েছে। একসময় আওয়ামী লীগ থেকে বিএনপিতে যোগ দেয়া ফরিদপুরের এ রাজনীতিক এখন তার জীবনের বাকি সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশসেবায় আগ্রহী। প্রেস বিজ্ঞপ্তিতে রুমী উল্লেখ করেছেন, ২০০১ সালের জাতীয় নির্বাচনের পর উদ্ভূত পরিস্থিতিতে আওয়ামী লীগ ছাড়তে বাধ্য হন তিনি। কিন্তু দেশ-জাতিকে মুক্তিযুদ্ধের চেতনা ও প্রগতিশীলতার দিকে সঠিক নেতৃত্ব দিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে আওয়ামী লীগের কোনো বিকল্প নেই। সেই বিশ্বাস থেকেই তিনি বিএনপি ত্যাগ করছেন। প্রেস বিজ্ঞপ্তির ভাষ্য অনুযায়ী, রুমীর বাবা প্রয়াত আইনজীবী শামসুদ্দীন মোল্লা মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ছিলেন। বাংলাদেশের খসড়া সংবিধান রচয়িতাদেরও অন্যতম ছিলেন তিনি। ফরিদপুরে ছাত্রলীগের কর্মী ও নেতা হিসেবে দায়িত্ব পালন করেছেন রুমী। পরে কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য হন। দায়িত্ব পান প্রচার ও অর্থ সম্পাদকের। এরপর যোগ দেন আওয়ামী লীগে। আওয়ামী লীগের তথ্য ও গবেষণা উপ-কমিটির সদস্য হন তিনি। ২০০১ সালের জাতীয় নির্বাচনে ফরিদপুর-৫ (ভাঙ্গা) আসনে স্বতন্ত্র প্রার্থী হয়ে পরাজিত হন। রুমীর ভাষ্য, নির্যাতনের মুখে এবং জনগণের স্বার্থে ওই নির্বাচনের পর বিএনপিতে যোগ দিতে বাধ্য হন তিনি। তবে তার ওই সিদ্ধান্তটি সঠিক ছিল না। এর আগে বিএনপি থেকে পদত্যাগ করেন শমসের মবিন চৌধুরী। তিনি দলটির ভাইস চেয়ারম্যান ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

শমসের মবিনের পর এবার রুমী

আপডেট টাইম : ০৭:৪৪:০৪ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০১৫

শমসের মবিন চৌধুরীর পর এবার বিএনপি থেকে পদত্যাগ করলেন আরেকজন। দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এম এম শাহরিয়ার রুমী বিএনপির সব পদ থেকে পদত্যাগ করেছেন। তিনি ফরিদপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতির দায়িত্বেও ছিলেন। রোববার দুপুরে শাহরিয়ার রুমী পদত্যাগের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। রুমী জানান, এরই মধ্যে পদত্যাগপত্র বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ফরিদপুর জেলা বিএনপির সভাপতির কাছে পাঠানো হয়েছে। একসময় আওয়ামী লীগ থেকে বিএনপিতে যোগ দেয়া ফরিদপুরের এ রাজনীতিক এখন তার জীবনের বাকি সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশসেবায় আগ্রহী। প্রেস বিজ্ঞপ্তিতে রুমী উল্লেখ করেছেন, ২০০১ সালের জাতীয় নির্বাচনের পর উদ্ভূত পরিস্থিতিতে আওয়ামী লীগ ছাড়তে বাধ্য হন তিনি। কিন্তু দেশ-জাতিকে মুক্তিযুদ্ধের চেতনা ও প্রগতিশীলতার দিকে সঠিক নেতৃত্ব দিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে আওয়ামী লীগের কোনো বিকল্প নেই। সেই বিশ্বাস থেকেই তিনি বিএনপি ত্যাগ করছেন। প্রেস বিজ্ঞপ্তির ভাষ্য অনুযায়ী, রুমীর বাবা প্রয়াত আইনজীবী শামসুদ্দীন মোল্লা মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ছিলেন। বাংলাদেশের খসড়া সংবিধান রচয়িতাদেরও অন্যতম ছিলেন তিনি। ফরিদপুরে ছাত্রলীগের কর্মী ও নেতা হিসেবে দায়িত্ব পালন করেছেন রুমী। পরে কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য হন। দায়িত্ব পান প্রচার ও অর্থ সম্পাদকের। এরপর যোগ দেন আওয়ামী লীগে। আওয়ামী লীগের তথ্য ও গবেষণা উপ-কমিটির সদস্য হন তিনি। ২০০১ সালের জাতীয় নির্বাচনে ফরিদপুর-৫ (ভাঙ্গা) আসনে স্বতন্ত্র প্রার্থী হয়ে পরাজিত হন। রুমীর ভাষ্য, নির্যাতনের মুখে এবং জনগণের স্বার্থে ওই নির্বাচনের পর বিএনপিতে যোগ দিতে বাধ্য হন তিনি। তবে তার ওই সিদ্ধান্তটি সঠিক ছিল না। এর আগে বিএনপি থেকে পদত্যাগ করেন শমসের মবিন চৌধুরী। তিনি দলটির ভাইস চেয়ারম্যান ছিলেন।