ঢাকা ১১:২৫ অপরাহ্ন, শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ১৯ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

দুধ উৎপাদন করে দেশকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করা সম্ভব

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:১৩:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০১৫
  • ৩০০ বার

সারাদেশে দুগ্ধ সমিতি ছড়িয়ে দেয়া হবে উল্লেখ করে স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, আমাদের দেশে দুধের চাহিদা ব্যাপক। দেশে বছরে দরকার ১৪ বিলিয়ন লিটার দুধ। আমাদের দেশে উৎপাদন হয় মাত্র ৬ বিলিয়ন লিটার। আর ৮ বিলিয়ন লিটার আমরা বাইরে থেকে আমদানি করি। এখাতে আমাদের ৫০ হাজার কোটি টাকা ব্যয় হয়। নিজস্ব উৎপাদনের মাধ্যমে যেটা এখান থেকেই আয় করা সম্ভব। সমবায়ীরা এই সুযোগ গ্রহণ করতে পারে।

মন্ত্রী আজ ঢাকায় রাজধানীর তেজগাঁও মিল্ক ভবনে বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেড এর বিশেষ সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

মিল্ক ইউনিয়নের চেয়ারম্যান শেখ নাদির হোসেন লিপুর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে স্থানীয় সরকার পল্লি উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গা, সমবায় অধিদপ্তরের নিবন্ধক ও মহাপরিচালক মো. মফিজুল ইসলাম বক্তব্য রাখেন।

দুগ্ধের প্রয়োজনীয়তার কথা উল্লেখকরে মন্ত্রী বলেন, দুধ একটি পুষ্টিকর খাবার। দুধের বিকল্প কিছু নেই। এর উৎপাদনে সংশ্লিষ্ট সবাইকে একযোগে কাজ করতে হবে।

তিনি বলেন, দুধ উৎপাদন বৃদ্ধি করে ২০২১ সালের আগে প্রধানমন্ত্রীর ‘ভিশন-২০২১’ বাস্তবায়ন করা সম্ভব। শুধু তাই নয়, ২০৪১ সালে বাংলাদেশকে উন্নত দেশে পরিণত করার ক্ষেত্রেও দুধ অন্যতম ভূমিকা পালন করতে পারে।

মন্ত্রী বলেন, জনগণের ক্ষমতা জনগণকে ফিরিয়ে দিতে স্থানীয় সরকারকে শক্তিশালী করার উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী। আশা করি এই উদ্যোগ দেশকে এগিয়ে নিয়ে যাবে, গণতন্ত্রের সুফল তৃণমূলে আরো শক্তিশালী হবে।

স্থানীয় সরকার পল্লি উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গা বলেন, দেশকে দুগ্ধ শিল্পে স্বয়ংসম্পূর্ণ করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার বিশেষ কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে। এ পরিকল্পনাকে সফল করতে মিল্ক ভিটার কর্মকর্তা, কর্মচারী এবং সমবায়ীদের সকল প্রকার লোভ লালসার ঊর্ধ্বে উঠে কাজ করতে হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

দুধ উৎপাদন করে দেশকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করা সম্ভব

আপডেট টাইম : ১০:১৩:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০১৫

সারাদেশে দুগ্ধ সমিতি ছড়িয়ে দেয়া হবে উল্লেখ করে স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, আমাদের দেশে দুধের চাহিদা ব্যাপক। দেশে বছরে দরকার ১৪ বিলিয়ন লিটার দুধ। আমাদের দেশে উৎপাদন হয় মাত্র ৬ বিলিয়ন লিটার। আর ৮ বিলিয়ন লিটার আমরা বাইরে থেকে আমদানি করি। এখাতে আমাদের ৫০ হাজার কোটি টাকা ব্যয় হয়। নিজস্ব উৎপাদনের মাধ্যমে যেটা এখান থেকেই আয় করা সম্ভব। সমবায়ীরা এই সুযোগ গ্রহণ করতে পারে।

মন্ত্রী আজ ঢাকায় রাজধানীর তেজগাঁও মিল্ক ভবনে বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেড এর বিশেষ সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

মিল্ক ইউনিয়নের চেয়ারম্যান শেখ নাদির হোসেন লিপুর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে স্থানীয় সরকার পল্লি উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গা, সমবায় অধিদপ্তরের নিবন্ধক ও মহাপরিচালক মো. মফিজুল ইসলাম বক্তব্য রাখেন।

দুগ্ধের প্রয়োজনীয়তার কথা উল্লেখকরে মন্ত্রী বলেন, দুধ একটি পুষ্টিকর খাবার। দুধের বিকল্প কিছু নেই। এর উৎপাদনে সংশ্লিষ্ট সবাইকে একযোগে কাজ করতে হবে।

তিনি বলেন, দুধ উৎপাদন বৃদ্ধি করে ২০২১ সালের আগে প্রধানমন্ত্রীর ‘ভিশন-২০২১’ বাস্তবায়ন করা সম্ভব। শুধু তাই নয়, ২০৪১ সালে বাংলাদেশকে উন্নত দেশে পরিণত করার ক্ষেত্রেও দুধ অন্যতম ভূমিকা পালন করতে পারে।

মন্ত্রী বলেন, জনগণের ক্ষমতা জনগণকে ফিরিয়ে দিতে স্থানীয় সরকারকে শক্তিশালী করার উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী। আশা করি এই উদ্যোগ দেশকে এগিয়ে নিয়ে যাবে, গণতন্ত্রের সুফল তৃণমূলে আরো শক্তিশালী হবে।

স্থানীয় সরকার পল্লি উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গা বলেন, দেশকে দুগ্ধ শিল্পে স্বয়ংসম্পূর্ণ করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার বিশেষ কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে। এ পরিকল্পনাকে সফল করতে মিল্ক ভিটার কর্মকর্তা, কর্মচারী এবং সমবায়ীদের সকল প্রকার লোভ লালসার ঊর্ধ্বে উঠে কাজ করতে হবে।