হাওর বার্তা ডেস্কঃ বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য সচিবের উপস্থিতিতে ঢাকা বিভাগের দায়িত্বপ্রাপ্ত সমন্বয়কের সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৈঠকে ঢাকা বিভাগের কোন কোন জেলায় সাংগঠনিক সফর কর্মসূচি কী হবে তা নিয়ে আলোচনা করা হয়।
বৃহস্পতিবার দিনগত রাতে বিএনপির যুগ্ম-আহ্বায়ক ও ঢাকা বিভাগের সমন্বয়ক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের ধানমন্ডির কার্যালয়ে ঢাকা বিভাগের ৮টি জেলা বারে সদস্য ফরম বিতরণ সদস্য সংগ্রহ ও সফর সূচিও নিধারণ করা হয়।
রোববার (২৭ অক্টোবর) ঢাকা বিভাগের সফরের অংশ হিসেবে নারায়ণগঞ্জ, নরসিংদী ও মুন্সিগঞ্জ যেকোনো জেলা থেকে সাংগঠনিক কার্যক্রম শুরু করবে বলে প্রাথমিক সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
আহ্বায়ক কমিটি ঢাকা বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দের মধ্যে ফোরামের সদস্য সচিব সিনিয়র আইনজীবী ফজলুর রহমান, সদস্য তৈমুর আলম খন্দকার, মহসিন মিয়া, গোলাম মোস্তাফা খান, ইকবাল হোসেন, মোহাম্মদ আলী, আবু সেলিম চৌধুরী, সৈয়দ নজরুল ইসলাম, একেএম এহসানুর রহমান, রাশেদুল হাসান সুমন প্রমুখ সভায় উপস্থিত ছিলেন।