হাওর বার্তা ডেস্কঃ হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার গোলাম রব্বানীকে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। সুপ্রিম কোর্ট সূত্রে এ তথ্য পাওয়া গেছে।
এছাড়া সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে রেজিস্ট্রার জেনারেল ইনচার্জ হিসেবে তার নাম রয়েছে।
রেজিস্ট্রার জেনারেল ড. মো. জাকির হোসেনকে হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি নিয়োগ দেয়ার পর তাকে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার করা হলো।
এর আগে ২০১৭ সালের ২৯ অক্টোবর নরসিংদীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা জজ) মো. গোলাম রব্বানীকে হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার নিয়োগ দেয়া হয়।