তৃতীয় দফায় সাত দিনের রিমান্ডে খালেদ

মানি লন্ডারিং ও মাদক আইনের মামলায় তৃতীয় দফায় খালেদ মাহমুদ ভূঁইয়াকে সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদবীর ইয়াছির আহসান চৌধুরী গুলশান থানার মানি লন্ডারিং মামলায় চারদিন ও মতিঝিল থানার মাদকের মামলায় বিচারক কনক বড়ুয়া তিনদিনের রিমান্ড মঞ্জুরের আদেশ দেন।

এদিন তদন্ত কর্মকর্তা খালেদ মাহমুদ ভূঁইয়াকে মানি লন্ডারিং মামলায় ১০ দিনের জন্য রিমান্ডের আবেদনসহ খালেদকে আদালতে হাজির করেন। একইসঙ্গে মতিঝিল থানার মাদক মামলায় তদন্ত কর্মকর্তা সাত দিনের রিমান্ড আবেদন করেন।

অপরদিকে আসামি পক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক জামিন নামঞ্জুর করে দুই মামলায় মোট সাতদিন রিমান্ডের আদেশ দেন।

এর আগে ২৭ সেপ্টেম্বর ১০ দিন ও ১৯ সেপ্টেম্বর সাত দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। গত ১৮ সেপ্টেম্বর সন্ধ্যায় গুলশানের বাসা থেকে খালেদ মাহমুদকে গ্রেফতার করে র‌্যাব।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর