হাওর বার্তা ডেস্কঃ চলতি বছর সারা দেশে ডেঙ্গুআক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৯০ হাজার ছাড়িয়েছে। স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের হিসাবে এ পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ৯০ হাজার ২৭৮ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন ৮৮ হাজার ৭০৯ জন।
কন্ট্রোল রুম জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় (৬ অক্টোবর সকাল ৮টা থেকে ৭ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৪৮ জন। এর আগের দিন এ সংখ্যা ছিল ৩১৪।
গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে ঢাকার ভেতরে ৯০ জন, ঢাকার বাইরে ২৫৮ জন।
কন্ট্রোল রুম আরও জানায়, দেশের হাসপাতালগুলোতে ডেঙ্গু আক্রান্ত হয়ে এখন ভর্তি রয়েছেন ১ হাজার ৩২৭ জন। গতকাল এই সংখ্যা ছিল ১ হাজার ৩৩৮ জন। এর মধ্যে ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন ৪৫৫ জন, ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ৮৭২ জন।
বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ২৩৬ জন মারা গেছে বলে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) ডেথ রিভিউ কমিটিকে জানানো হয়েছে। এর মধ্যে এ পর্যন্ত ৮১ জনের মৃত্যু ডেঙ্গুজনিত বলে নিশ্চিত করেছে কমিটি।