হাওর বার্তা ডেস্কঃ আবারো গানে ফিরছেন অভিনেত্রী স্বাগতা। এরইমধ্যে তার ছোট বোন সভ্যতা তার জন্য একটি গানের সুর করেছেন। এই গান দিয়ে সংগীতে নতুনভাবে আসতে চান বলে জানান তিনি। স্বাগতা বলেন, বিয়ের পর ও বাবা মারা যাবার পর থেকে কোনো শো করছি না। এ ছাড়া মহাকাল ব্যান্ড বন্ধ হয়ে যাওয়ার কারণে গানে বিরতি পড়েছে। তবে গানের সঙ্গ ছাড়তে পারবো না। তাই গানে ফেরার সিদ্ধান্ত নিয়েছি। খুব শিগগিরই নতুন গান করবো।
এ অভিনেত্রী এখন ছোট পর্দার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। তার হাতে তিনটি ধারাবাহিক নাটক রয়েছে। এগুলো হলো গোলাম সোহরাব দোদুলের ‘ভালোবাসার আঁধার’, শামীম জামানের ‘চিটার ডটকম’ ও ভুবনের ‘চিরকুমারী সংঘ’। এদিকে প্রায় ছয় বছর পর এ অভিনেত্রী আবার চলচ্চিত্রে ফিরেছেন। এরইমধ্যে তিনি শেষ করেছেন নুরুল আলম আতিকের ‘মানুষের বাগান’ চলচ্চিত্রের শুটিং। খুব শিগগিরই নতুন আরো একটি চলচ্চিত্রের শুটিং শুরু করবেন বলেও জানান তিনি।