হাওর বার্তা ডেস্কঃ রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, বাংলাদেশ এখন বিশ্বে উন্নয়নের রোলমডেল হিসেবে বিবেচিত হচ্ছে। উৎপাদনশীলতা জাতীয় অর্থনীতির একটি অপরিহার্য অঙ্গ। এটি একটি দেশের সামগ্রিক অর্থনৈতিক কার্যক্রমকে ত্বরান্বিত করে। মঙ্গলবার (১ অক্টোবর) জাতীয় উৎপাদনশীলতা দিবস ২০১৯ উপলক্ষে দেয়া এক বাণীতে তিনি এসব কথা বলেন।
রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেন, উৎপাদন, সঞ্চয়, বিনিয়োগ ও কর্মসংস্থানের সুযোগ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সরকারের দীর্ঘমেয়াদি উন্নয়ন কর্মপরিকল্পনা বাস্তবায়নে এনপিওর (ন্যাশনাল প্রোডাকটিভিটি অর্গানাইজেশন) পাশাপাশি সরকারি-বেসরকারি শিল্প প্রতিষ্ঠান ও সেবা সংস্থাকে উৎপাদনশীলতা বাড়াতে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
রাষ্ট্রপতি বলেন, টেকসই অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের জন্য আমরা সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। উন্নয়নের ধারা চলমান রাখার জন্য আমাদের আরও বেশি প্রতিযোগিতামূলক হতে হবে।
উল্লেখ্য, আগামীকাল ২ অক্টোবর দেশব্যাপী জাতীয় উৎপাদনশীলতা দিবস উদযাপন করবে শিল্প মন্ত্রণালয়ের অধীন এনপিও। এ বছরের জাতীয় উৎপাদনশীলতা দিবসের প্রতিপাদ্য ‘বৈশ্বিক প্রতিযোগিতায় উৎপাদনশীলতা’।